জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় : ১০ বছরেও ক্লাসরুম আইন অনুষদ

আগের সংবাদ

প্রতিযোগিতার বাজারে ডলার : দাম নিয়ন্ত্রণ থেকে পিছু হটল কেন্দ্রীয় ব্যাংক > টাকার মান কমল ৯০ পয়সা

পরের সংবাদ

দর হারানোর শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক

প্রকাশিত: জুন ২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে গতকাল বুধবার ৫১টির বা ১৩.৪৬ শতাংশের শেয়ার ও ইউনিটের দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে সোশ্যাল ইসলামী ব্যাংকের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগের কার্যদিবস সোশ্যাল ইসলামী ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৪.২০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৩.৪০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ০.৮০ টাকা বা ৫.৬৩ শতাংশ কমেছে। এর মাধ্যমে সোশ্যাল ইসলামী ব্যাংক ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।
এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে শাহজালাল ইসলামী ব্যাংকের ২ শতাংশ, মার্কেন্টাইল ব্যাংকের ১.৯৮ শতাংশ, জিলবাংলা সুগারের ১.৯৫ শতাংশ, ব্র্যাক ব্যাংকের ১.৯৪ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটার্সের ১.৯৩ শতাংশ, শাইনপুকুর সিরামিকের ১.৮৫ শতাংশ, এক্সিম ব্যাংকের ১.৭৩ শতাংশ, ওয়ান ব্যাংকের ১.৭২ শতাংশ এবং ইসলামিক ফাইন্যান্সের শেয়ার দর ১.৬৯ শতাংশ কমেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়