জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় : ১০ বছরেও ক্লাসরুম আইন অনুষদ

আগের সংবাদ

প্রতিযোগিতার বাজারে ডলার : দাম নিয়ন্ত্রণ থেকে পিছু হটল কেন্দ্রীয় ব্যাংক > টাকার মান কমল ৯০ পয়সা

পরের সংবাদ

তিন বছর লড়ে ২ রুপি ফেরত নিলেন ট্রেনযাত্রী

প্রকাশিত: জুন ২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজে ডেস্ক : তিন বছর ধরে লড়াই করে বাতিল হওয়া রেলওয়ে টিকেটের মূল্যের অবশিষ্ট ২ রুপি ফেরত পেয়েছেন ভারতের রাজস্থানের এক ব্যক্তি। ২০১৭ সালে দিল্লি যাওয়ার জন্য গোল্ডেন টেম্পল মেইলের একটি টিকেট কেটেছিলেন কোটার বাসিন্দা প্রকৌশলী সুজিত সামি।
টিকেটটির মূল্য ছিল ৭৬৫ রুপি। এর একদিন পর জিএসপি কার্যকর শুরু হয়। যাত্রার আগে তিনি টিকেটটি বাতিল করেন। ফলে তিনি ফেরত পান ৬৬৫ রুপি। টিকেটের আসল মূল্য থেকে ৬৫ রুপির বদলে ১০০ রুপি কেটে নেয়া হয়। অতিরিক্ত কেটে নেয়া ৩৫ রুপি ফেরত পেতে সুজিত সামি প্রায় ৫০টি আরটিআই আবেদন এবং সরকারের চারটি বিভাগের কাছে চিঠি পাঠিয়েছেন। ২০১৯ সালের ১ মে নিজের ব্যাংক অ্যাকাউন্টে ৩৫ পান সামি।
কিন্তু সেবারও তাকে ফেরত করা অর্থ থেকে ২ রুপি কর্তন করা হয় সার্ভিস ট্যাক্স হিসেবে। তখন সামি সিদ্ধান্ত নেন এই দুই রুপি ফেরত পেতেও তিনি লড়াই করবেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়