জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় : ১০ বছরেও ক্লাসরুম আইন অনুষদ

আগের সংবাদ

প্রতিযোগিতার বাজারে ডলার : দাম নিয়ন্ত্রণ থেকে পিছু হটল কেন্দ্রীয় ব্যাংক > টাকার মান কমল ৯০ পয়সা

পরের সংবাদ

টেলিফোন নম্বর পরিবর্তন হচ্ছে পাঁচ জেলায়

প্রকাশিত: জুন ২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

উন্নত ও আধুনিক সেবা নিশ্চিতে গাজীপুর জেলার বোর্ডবাজার, কোনাবাড়ি, সালনা, রাজেন্দ্রপুর, কালিয়াকৈর, শ্রীপুর; নরসিংদী জেলার ঘোড়াশাল, রায়পুরা, মাধবদী; টাঙ্গাইল জেলার ঘাটাইল, সখীপুর, মির্জাপুর, ভুয়াপুর; জামালপুর জেলার বকশীগঞ্জ, সরিষাবাড়ী, মেলান্দহ, মাদারগঞ্জ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ; শেরপুর জেলার শ্রীবর্দী, নকলা টেলিফোন এক্সচেঞ্জসমূহের পুরাতন ৮, ৯ ও ১০ ডিজিটের টেলিফোন নম্বরসমূহ বিটিসিএলের গড়ঞঘ প্রকল্পের আওতায় নতুন স্থাপিত এক্সচেঞ্জের ১১ ডিজিটের নতুন নম্বর দ্বারা পর্যায়ক্রমে প্রতিস্থাপনের কাজ এরই মধ্যে শুরু হয়েছে। বিজ্ঞপ্তি
গ্রাহকদের সুবিধার্থে পুরাতন ও নতুন নম্বরের তালিকা বিটিসিএলের ওয়েবসাইট িি.িনঃপষ.মড়া.নফ তে দেয়া আছে। নম্বর পরিবর্তনের সাথে সাথে নতুন নম্বরটি ফোন কলের মাধ্যমে সম্মানিত গ্রাহকদের জানিয়ে দেয়া হবে।
উল্লেখ্য, বিটিসিএল থেকে বিটিসিএল কিংবা মোবাইল থেকে বিটিসিএল নম্বরে কল করতে পরিবর্তিত ১১ ডিজিট ডায়াল করতে হবে। তবে বাংলাদেশের বাইরে থেকে পরিবর্তিত নম্বরে কল করতে হলে ‘৮৮’ যুক্ত করে ১৩টি ডিজিট চাপতে হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়