জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় : ১০ বছরেও ক্লাসরুম আইন অনুষদ

আগের সংবাদ

প্রতিযোগিতার বাজারে ডলার : দাম নিয়ন্ত্রণ থেকে পিছু হটল কেন্দ্রীয় ব্যাংক > টাকার মান কমল ৯০ পয়সা

পরের সংবাদ

জনশুমারিতে তথ্য দেবে ব্যাংক

প্রকাশিত: জুন ২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : আগামী ১৫ জুন শুরু হওয়া জনশুমারি বাস্তবায়নে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে শুমারিতে অংশগ্রহণ ও প্রয়োজনীয় তথ্য দেয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল বুধবার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়েছে, দেশের সব নাগরিকের অন্তর্ভুক্তি নিশ্চিতকরণসহ এ বৃহৎ কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে শুমারিতে অংশগ্রহণ ও তথ্য প্রদানসহ সার্বিক সহায়তা নিশ্চিত করতে আপনাদের নির্দেশনা দেয়া হলো।
এতে বলা হয়েছে, ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে ১০ বছর পর্যায়বৃত্তি অনুসরণ করে ষষ্ঠ ‘জনশুমারি ও গৃহগণনা ২০২২’ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কর্তৃক আগামী ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত দেশব্যাপী পরিচালিত হবে।
জানা গেছে, তথ্য সংগ্রহে ৩ লাখ ৯৫ হাজার ট্যাবলেট ব্যবহার করা হবে। জনশুমারি আগের ১০ জুন ও ১৭ জুন শুক্রবার জুমার খুতবায় প্রচার-প্রচারণা চালানো হবে। পাশাপাশি বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের তথ্য নেয়া হবে। অর্থাৎ জনশুমারিতে বাংলাদেশে অবস্থানরত সব নাগরিকের তথ্য নেয়া হবে। পাশাপাশি দেশে অবস্থানরত বিদেশি নাগরিকদের তথ্য নেয়া হবে।
জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর মাধ্যমে বাংলাদেশের ভৌগোলিক সীমানাবেষ্টিত অঞ্চলের সব গৃহ, সাধারণ, প্রাতিষ্ঠানিক ও বস্তিখানা (পরিবার), ভাসমান জনগোষ্ঠী, খানায় বসবাসরত সব সদস্যের জনমিতিক ও আর্থসামাজিক তথ্য তুলে আনা হবে। যেমন- গৃহের সংখ্যা ও ধরন, বাসস্থানের মালিকানা, খাবার পানির প্রধান উৎস, টয়লেটের সুবিধা, বিদ্যুৎ সুবিধা, রান্নার জ্বালানির প্রধান উৎস, অর্থনৈতিক কর্মকাণ্ড, বৈদেশিক রেমিট্যান্স, খানা সদস্যের বয়স, লিঙ্গ, বৈবাহিক অবস্থা, ধর্ম, প্রতিবন্ধিতা, শিক্ষা, কর্ম, প্রশিক্ষণ, মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহার, ব্যাংক মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট, ক্ষুদ্র নৃগোষ্ঠী, জাতীয়তা, নিজ জেলা ইত্যাদি বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহ করা হবে।
জানা গেছে, স্বাধীন বাংলাদেশে প্রথম জনশুমারি অনুষ্ঠিত হয় ১৯৭৪ সালে। দ্বিতীয় জনশুমারি ও গৃহগণনা অনুষ্ঠিত হয় ১৯৮১ সালে। ১০ বছর পর্যাবৃত্তি অনুসরণপূর্বক দেশের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম জনশুমারি ও গৃহগণনা যথাক্রমে ১৯৯১, ২০০১ ও ২০১১ সালে অনুষ্ঠিত হয়। কোভিড-১৯ মহামারির কারণে পৃথিবীর অন্য অনেক দেশের মতো ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনায় ১০ বছর পর্যায়বৃত্তি অনুসরণপূর্বক ২০২১ সালে পরিচালনা করা সম্ভব হয়নি। এজন্য আগামী ১৫ জুন থেকে ২১ জুন জনশুমারির তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হবে। এ লক্ষ্যে ১৪ জুন দিবাগত রাত ১২টাকে ‘শুমারি রেফারেন্স পয়েন্ট/সময়’ হিসেবে ধার্য করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়