জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় : ১০ বছরেও ক্লাসরুম আইন অনুষদ

আগের সংবাদ

প্রতিযোগিতার বাজারে ডলার : দাম নিয়ন্ত্রণ থেকে পিছু হটল কেন্দ্রীয় ব্যাংক > টাকার মান কমল ৯০ পয়সা

পরের সংবাদ

করোনা পরিস্থিতি : শনাক্ত ৩৪ জনের ২৭ জনই ঢাকার

প্রকাশিত: জুন ২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। পরীক্ষাকৃত নমুনার সংখ্যা বাড়ায় বেড়েছে শনাক্তের সংখ্যাও। গতকাল বুধবার করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্যই জানানো হয়। বিজ্ঞপ্তিতে গত ২৪ ঘণ্টার তথ্য অনুযায়ী, এই সময়ে করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। ৮৭৯টি পরীক্ষাগারে ৫ হাজার ৩৮০টি নমুনা পরীক্ষায় রোগী শনাক্ত হয়েছে ৩৪টিতে। শনাক্ত ৩৪ জনের মধ্যে ২৭ জনই ঢাকা বিভাগের আর ঢাকা (মহানগরসহ) জেলায় ২৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৩৫৭ জন। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দশমিক ৬৩ শতাংশ। আর অধিদপ্তরের তথ্য অনুযায়ী, মৃত্যুশূন্য মঙ্গলবার ৪ হাজার ২৫০টি নমুনা পরীক্ষায় রোগী শনাক্ত হয়েছে ২৬ জন। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দশমিক ৬১ শতাংশ। সোমবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছিল। ৫ হাজার ৩৭০টি নমুনা পরীক্ষায় রোগী শনাক্ত হয়েছিল ৩৪ জন। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল দশমিক ৬৩ শতাংশ। সরকারি হিসাব অনুযায়ী দেশে এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ৪১ লাখ ২৭ হাজার ৯০২টি। এর মধ্যে রোগী শনাক্ত হয় ১৯ লাখ ৫৩ হাজার ৫৪১ জন। সুস্থ হয়েছেন ১৯ লাখ ৩ হাজার ১১৭ জন। মোট প্রাণহানির সংখ্যা ২৯ হাজার ১৩১ জন। এ পর্যন্ত নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ১৩ দশমিক ৮৩ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ। সুস্থতার হার ৯৭ দশমিক ৪২ শতাংশ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়