কুসিক নির্বাচন : ইভিএমে ভোটের প্রক্রিয়া দেখলেন ২১ প্রার্থী

আগের সংবাদ

গোপনে তৎপর জামায়াত : কৌশলে চলছে সাংগঠনিক কার্যক্রম > ‘যুগপৎ’ আন্দোলনের ছক

পরের সংবাদ

সিলেটে বানভাসি মানুষের পাশে হামদর্দ

প্রকাশিত: জুন ১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ এর উদ্যোগে দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসনের সহযোগিতায় সিলেটের তিনটি ইউনিয়নের বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার কামাল বাজার ইউনিয়ন পরিষদ, দাউদপুর ইউনিয়ন এবং মোল্লারগাঊ ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশ নেন ইউপি চেয়ারম্যানরা, হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ এর সহকারী পরিচালক বিপণন মীর নাজমুল হাসান, সেলস ম্যানেজার মো. ইউনুস আলীসহ স্থানীয় বিশিষ্টজনরা। বিজ্ঞপ্তি
এ সময় স্থানীয় বিশিষ্টজনরা বলেন, মানবসেবার অনন্য প্রতিষ্ঠান হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ। দক্ষিণ সুরমা উপজেলা প্রশাসন এবং স্থানীয় ইউনিয়ন পরিষদ সবসময় এ ধরনের মানবিক কার্যক্রমকে উৎসাহিত করে।
হামদর্দের কর্মকর্তারা বলেন, গুণগত মানের ইউনানী আয়ুর্বেদিক ওষুধ বিক্রির লভ্যাংশ দিয়ে হামদর্দ সারাদেশে অসংখ্য স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, এতিমখানা পরিচালনা করছে। আধুনিক হামদর্দ বাংলাদেশের প্রতিষ্ঠাতা ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া মানবসেবায় নিজেকে উৎসর্গ করেছেন। তার পথ অনুসরণ করেই হামদর্দ পরিবার আপনাদের দুঃখ মুছে দেয়ার এই উদ্যোগ নিয়েছে।
সিলেটের তিনটি ইউনিয়নের ১ হাজার বানভাসি মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। দুর্গতদের বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন, চিড়া, চাল, ডাল দেয়া হয়। এছাড়া প্রতিটি স্থানে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ এর অভিজ্ঞ হাকীমরা ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন ক্যাম্পে প্রায় ১ হাজার ২০০ মানুষ চিকিৎসা নেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়