কুসিক নির্বাচন : ইভিএমে ভোটের প্রক্রিয়া দেখলেন ২১ প্রার্থী

আগের সংবাদ

গোপনে তৎপর জামায়াত : কৌশলে চলছে সাংগঠনিক কার্যক্রম > ‘যুগপৎ’ আন্দোলনের ছক

পরের সংবাদ

সবার জন্য মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার দাবি বায়রার

প্রকাশিত: জুন ১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানিতে ২৫ জনের ‘সিন্ডিকেট’কে সুযোগ দেয়া হলে দুই সহস্রাধিক রিক্রুটিং এজেন্সির মালিক কাফনের কাপড় পরে প্রবাসী কল্যাণ ভবনের সামনে অবস্থান নেবে। এই শ্রমবাজার সিন্ডিকেট মুক্ত হলে ১ লাখ ২০ হাজার টাকায় সবাই জনশক্তি রপ্তানি করতে পারবে। আর সিন্ডিকেটের কব্জায় গেলে বাংলাদেশি কর্মীদের গুনতে হবে ৪ থেকে সাড়ে ৪ লাখ টাকা। আগামীকাল ২ জুন জয়েন্ট ওয়ার্কিং কমিটির বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করতে হবে। বৈঠকে মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী দাতুক সেরি এম সারাভানান এবং বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ নেতৃত্ব দেবেন। রিক্রুটিং এজেন্সি মালিকরা এই বৈঠকে মালয়েশিয়ার শ্রমবাজার সবার জন্য উন্মুক্ত করে দেয়ার সিদ্ধান্তের দাবি জানান। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় হোটেল শেরাটনে ‘বায়রা সিন্ডিকেট বিরোধী মহাজোট’ এক মতবিনিময় সভার আয়োজন করে। স্বল্প ব্যয়ে মর্যাদাপূর্ণ অভিবাসনের জন্য সব বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত করার জন্য এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বক্তারা ‘সিন্ডিকেটের নায়ক’ দাতু শ্রী আমিন এবং বাংলাদেশি অংশীদার রুহুল আমীন স্বপনের বিচার চান। যারা সিন্ডিকেট করছে, যারা দেশবিরোধী কাজ করছে উল্লেখ করে বলা হয়, এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে হবে। এই ২৫ জনকে কারা প্রশ্রয় দিচ্ছে তাদের চিহ্নিত করার দাবি জানানো হয়। মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেট মুক্ত না হলে প্রয়োজনে বাজার বন্ধ রাখার আহ্বান জানানো হয়। সামনে মালয়েশিয়ায় নির্বাচন, এর আগেই সিন্ডিকেট মুক্ত করে বাজার উন্মুক্ত করতে হবে। কাল ২ জুনের জয়েন্ট ওয়ার্কিং কমিটির বৈঠকের আগেই বায়রা নেতারা সার্বিক পরিস্থিতি জানিয়ে প্রবাসী কল্যাণমন্ত্রীর সঙ্গে দেখা করে বৈঠক করবেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়