কুসিক নির্বাচন : ইভিএমে ভোটের প্রক্রিয়া দেখলেন ২১ প্রার্থী

আগের সংবাদ

গোপনে তৎপর জামায়াত : কৌশলে চলছে সাংগঠনিক কার্যক্রম > ‘যুগপৎ’ আন্দোলনের ছক

পরের সংবাদ

নওগাঁয় স্মারকলিপি : দুটি নতুন কালভার্ট নির্মাণের দাবি

প্রকাশিত: জুন ১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

নওগাঁ প্রতিনিধি : পৌরসভাধীন ৯নং ওয়ার্ডের রজাকপুর, শেখপুরা, বোয়ালিয়া ও ভরিয়াপাড়া গ্রামের বাসিন্দারা পুরনো কালভার্ট ভেঙে যাওয়ায় নতুন কালভার্ট নির্মাণের দাবিতে প্রতিবাদ ও জেলা প্রশাসক, এলজিডি ও পৌরসভা বরাবর স্মারকলিপি দিয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে নওগাঁ পৌরসভার ৯নং ওয়ার্ডের রজাকপুর, শেখপুরা, বোয়ালিয়া ও ভরিয়াপাড়া গ্রামের বাসিন্দারা প্রতিবাদ ও স্মারকলিপি দেন। এ সময় পৌরসভার ৯নং ওয়ার্ড কমিশনার আসাদুজ্জামান সাগরসহ এলাকার প্রায় শতাধিক নারী ও পুরুষ উপস্থিত ছিলেন। এ সময় ভুক্তভোগীরা জানান, নওগাঁ পৌরসভার ৯নং ওয়ার্ডের ৪টি গ্রামের দুটি কালভার্ট চলাচলের একমাত্র ভরসা ছিল। কালভার্ট দুটি পুরনো হওয়ায় দীর্ঘ দুই তিন বছর ধরে বাঁশের খুঁটির জোড়াতালি দিয়ে এলাকাবাসী চলাচল করে আসছিলেন। কিন্তু বর্তমানে বাঁশের খুঁটি এবং অন্যান্য সরঞ্জাম নষ্ট হওয়ার কারণে এলাবাসী প্রতিনিয়তই দূর্ঘটনায় শিকার হচ্ছেন বলে তারা নতুন কালভার্ট নির্মাণের দাবি জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়