কুসিক নির্বাচন : ইভিএমে ভোটের প্রক্রিয়া দেখলেন ২১ প্রার্থী

আগের সংবাদ

গোপনে তৎপর জামায়াত : কৌশলে চলছে সাংগঠনিক কার্যক্রম > ‘যুগপৎ’ আন্দোলনের ছক

পরের সংবাদ

চাকরি মেলায় বক্তারা : পদ্মা সেতু চালু হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শিল্পবিপ্লব ঘটবে

প্রকাশিত: জুন ১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

খুলনা প্রতিনিধি : সুন্দরবন ইনস্টিটিউট অব টেকনোলজি আয়োজিত চাকরিমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেছেন, পদ্মা সেতু চালু হলে খুলনাসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যে শিল্পবিপ্লব ঘটবে তখন প্রয়োজন হবে বহু দক্ষ জনশক্তির। সুতরাং এখন থেকেই প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে। এগিয়ে আসতে হবে বেসরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে। চাকরিমেলার মাধ্যমে চাকরিদাতা প্রতিষ্ঠান ও চাকরিপ্রত্যাশীদের মধ্যে সমন্বয় গড়ে তোলা সম্ভব বলেও বক্তারা উল্লেখ করেন। গতকাল মঙ্গলবার দুপুরে নগরীর বয়রাস্থ সুন্দরবন ইনস্টিটিউট অব টেকনোলজির মেইন ক্যাম্পাসে এ চাকরিমেলার উদ্বোধন হয়। এটুআই, ইউনিসেফ ও ইউএনডিপি এক্সেলেটর ল্যাবের সহযোগিতায় অনুষ্ঠিত এ চাকরিমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনার বিভাগীয় কমিশনার মো. ইসমাইল হোসেন।
সুন্দরবন ইনস্টিটিউট অব টেকনোলজির অধ্যক্ষ এস এম মাহফুজুল হকের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথির বক্তৃতা করেন, খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি মো. সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, এটুআই প্রকল্পের স্ট্রাটেজি এন্ড ইনোভেশন স্পেশালিস্ট আসাদ-উজ-জামান, ইউনিসেফের চিফ ফিল্ড অফিসার মো. কাউসার হোসাইন, উইনরক ইন্টারন্যাশনালের নবযাত্রা প্রকল্পের টিম লিডার পারভেজ কামাল পাশা ও ইউএনডিপির সহকারী আবাসিক প্রতিনিধি সরদার এম আসাদুজ্জামান।
চাকরিমেলায় আজ সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিভিন্ন ক্ষুদ্র, মাঝারি ও ভারি শিল্পপ্রতিষ্ঠানের পক্ষ থেকে স্টল বসানো হয়েছে। এতে শিল্পপ্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন পদের বিপরীতে চাকরিপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত দেয়া হয়। যেগুলো যাচাই-বাছাই শেষে নিয়োগপত্র দেয়া হবে। এ মেলার মধ্য দিয়ে দুই শতাধিক লোক কর্মসংস্থানের সুযোগ পাবেন বলেও আশা করেন আয়োজকরা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়