কুসিক নির্বাচন : ইভিএমে ভোটের প্রক্রিয়া দেখলেন ২১ প্রার্থী

আগের সংবাদ

গোপনে তৎপর জামায়াত : কৌশলে চলছে সাংগঠনিক কার্যক্রম > ‘যুগপৎ’ আন্দোলনের ছক

পরের সংবাদ

কুমারখালীতে কলেজ শিক্ষকের কব্জি কেটে নিল প্রতিপক্ষ

প্রকাশিত: জুন ১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, কুষ্টিয়া : কুমারখালীতে তোফাজ্জেল হোসেন (৫২) নামে এক কলেজ শিক্ষকের হাতের কব্জি কেটে নিয়েছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। গতকাল মঙ্গলবার দুপুরে কুমারখালী উপজেলার বংশীতলা এলাকায় এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়ার আড়াইশ শয্যার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ওই কলেজ শিক্ষক। তোফাজ্জেল হোসেন কুমারখালী বাঁশগ্রাম কলেজের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ও কুমারখালী বাগুলাট ইউনিয়নের শালঘর মধুয়া এলাকার জালা হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বেশ কিছুদিন ধরেই কলেজ শিক্ষক তোফাজ্জেল গ্রুপের সঙ্গে একই এলাকার আলতাফ মোল্লা গ্রুপের বিরোধ চলে আসছিল। দুপুরে ওই কলেজ শিক্ষক বাঁশগ্রাম কলেজ থেকে মোটরসাইকেলে কুষ্টিয়া শহরে যাচ্ছিলেন। পথে বংশীতলা নতুন ব্রিজের কাছে ওঁৎ পেতে থাকা ১০-১৫ জন প্রতিপক্ষ সন্ত্রাসী তোফাজ্জেল হোসেনের মোটরসাইকেল থামিয়ে তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে ডান হাতের কব্জি বিচ্ছিন্ন করে।
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার জানান, হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে। তবে বর্তমানে এলাকায় শান্ত পরিবেশ বিরাজ করছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়