কুসিক নির্বাচন : ইভিএমে ভোটের প্রক্রিয়া দেখলেন ২১ প্রার্থী

আগের সংবাদ

গোপনে তৎপর জামায়াত : কৌশলে চলছে সাংগঠনিক কার্যক্রম > ‘যুগপৎ’ আন্দোলনের ছক

পরের সংবাদ

ওয়েবে তথ্য হালনাগাদ নিয়ে লুকোচুরি!

প্রকাশিত: জুন ১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

রুহুল আমীন খান, ময়মনসিংহ থেকে : ময়মনসিংহে ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচির তথ্য ওয়েবসাইটে হালনাগাদ না করে লুকোচুরি চলছে বলে অভিযোগ উঠেছে। জেলা সদরসহ উপজেলা পর্যায়ে সরকার কর্তৃক টিআর, কাবিখা, কাবিটা ও কর্মসৃজন প্রকল্পের শ্রমিক তালিকাসহ হালনাগাদ তথ্য নেই জেলা প্রশাসনের ওয়েবসাইটে। গণমাধ্যম কর্মীরা তথ্য অধিকার আইনে আবেদন করে তথ্যপ্রাপ্তির বিষয়টি যেমন দুরূহ ব্যাপার অন্যদিকে ওয়েবসাইটে আস্থার জায়গাটিও তলানিতে। তবে এমন পরিস্থিতির বিষয়টি জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সারোয়ার হোসেন স্বীকার করে বলেন, স্ব-স্ব প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে। তথ্য হালনাগাদ কেন হচ্ছে না বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন তিনি। সাইটে তথ্য খুঁজতে গিয়ে দেখা যায়, জেলার তারাকান্দ, মুক্তাগাছা, ঈশ্বরগঞ্জ, গৌরিপুর, নান্দাইল, ফুলবাড়িয়া উপজেলায় প্রকল্পের নামমাত্র কিছু তথ্য সন্নিবেশিত থাকলেও তা পুরনো। এসব তথ্যে লুকোচুরির কারণে সরকারে উন্নয়ন প্রকল্পের কাজগুলো প্রশ্নবিদ্ধ হচ্ছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তৈরি এসব সাইট জনগণের কোনো কাজেই আসছে না। অধিকাংশ ওয়েবসাইটেই তথ্য হালনাগাদ না করার বিষয়টি এক ধরনের দুর্নীতির আশ্রয় বলে মনে করেন সচেতন মহল। জেলা প্রযুক্তি শাখার তথ্যমতে, ময়মনসিংহে সবগুলো সরকারি দপ্তর বা প্রতিষ্ঠানের ওয়েবসাইট আছে। এসব সাইটের মধ্যে শুধু ময়মনসিংহ জেলা প্রশাসনের আওতায় আছে ৮৯টি। এর বাইরে ১৩টি উপজেলায় প্রতিটি দপ্তরে একটি করে ওয়েবসাইট রয়েছে। প্রতিটি দপ্তরে এসব ওয়েবসাইটের জন্য সংশ্লিষ্ট দপ্তরের একজন করে কর্মকর্তাকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। তাদের নিকট ইউজার আইডিসহ পাসওয়ার্ড দেয়া আছে বলেও জানান ময়মনসিংহ জেলার তথ্য ও যোগাযোগ কার্যালয়ের প্রোগ্রামার নুরে আলম সিদ্দিক। ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক বলেন, ওয়েবসাইটে তথ্য হালনাগাদ না করা একটি আপরাধ, সেগুলো চিহ্নিত করার চেষ্টা চলছে। প্রতিটি মাসিক সভায় ওয়েবসাইটে তথ্য হালনাগাদের তাগিদ দেয়া হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়