কুসিক নির্বাচন : ইভিএমে ভোটের প্রক্রিয়া দেখলেন ২১ প্রার্থী

আগের সংবাদ

গোপনে তৎপর জামায়াত : কৌশলে চলছে সাংগঠনিক কার্যক্রম > ‘যুগপৎ’ আন্দোলনের ছক

পরের সংবাদ

আগৈলঝাড়ায় ১০ হাজার মিটার জাল জব্দ

প্রকাশিত: জুন ১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : আগৈলঝাড়ায় উন্মুক্ত জলাশয়ে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. শাখাওয়াত হোসেন অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল জব্দ করেছেন। জব্দকৃত অবৈধ জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের পেশকার রমনী রঞ্জন সরকার জানান, গতকাল মঙ্গলবার সকালে উপজেলার পয়সারহাট সন্ধ্যা নদী এলাকার কদমবাড়ী ও ত্রিমুখী খালে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে থানা পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৪টি চায়না দুয়ারী জাল জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। ওই দিন দুপুরে আদালতের বিচারকের উপস্থিতিতে জব্দকৃত অবৈধ জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, উপপরিদর্শক মো. আলী হোসেন প্রমুখ। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মো. শাখাওয়াত হোসেন জানান, অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়