নিরাপদ মাতৃত্ব দিবস আজ

আগের সংবাদ

কালো টাকার অবাধ সুযোগ! : বিদেশে পাচার হওয়া অর্থ ফেরাতে বিরল উদ্যোগ, কর দেয়ায় নিরুৎসাহিত হবে সৎ করদাতারা

পরের সংবাদ

বংশাল থেকে জাল টাকা তৈরি চক্রের দুই সদস্য গ্রেপ্তার

প্রকাশিত: মে ২৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মে ২৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : রাজধানীর বংশাল থেকে জাল টাকা তৈরি ও ব্যবসায়ী চক্রের দুই সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা হলো- রমজান হোসেন টুটুল (২২) ও আব্দুল মালেক (৩৭)। এ সময় তাদের কাছ থেকে জাল টাকা তৈরির সরঞ্জামাদিসহ ২ লাখ ৯ হাজার জাল টাকা উদ্ধার করা হয়। র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার নোমান আহমদ গতকাল শনিবার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, বংশালের আবাসিক হোটেল টিউলিপের ষষ্ঠ তলায় ১৩৫নং রুমে জাল টাকা তৈরির খবর পেয়ে গত শুক্রবার সেখানে অভিযান চালানো হয়। সেখান থেকেই রমজান হোসেন টুটুল ও আব্দুল মালেককে আটক করা হয়।
তাদের কাছ থেকে জালনোট ছাড়াও একটি সিপিইউ, একটি মনিটর, একটি প্রিন্টার ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। ভবিষ্যতেও জালনোটবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়