নতুন রাজনৈতিক দল নিবন্ধনের গণবিজ্ঞপ্তি

আগের সংবাদ

অনুমোদনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার : অভিযানে বন্ধ অনেক প্রতিষ্ঠান

পরের সংবাদ

রাণীনগরে সন্ন্যাস মন্দিরের তিনটি মূর্তি ভাঙচুর

প্রকাশিত: মে ২৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মে ২৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর উপজেলায় একটি সন্ন্যাস মন্দিরে থাকা সন্ন্যাস (শিব) মূর্তিসহ তিনটি মূর্তি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।
গত বৃহস্পতিবার রাতের অন্ধকারে উপজেলার পারইল পানিতাপাড়া গ্রামের জোসনা রানীর ব্যক্তিগত মন্দিরে এ ভাঙচুরের ঘটনা ঘটে।
জোসনা রানী বলেন, বাড়ি সংলগ্ন আমার ব্যক্তিগত একটি সন্ন্যাস মন্দির রয়েছে। সেই মন্দিরে সন্ন্যাস (শিব) মূর্তি ও সন্ন্যাসের দুটি বাহন মূর্তিসহ মোট তিনটি মূর্তি ছিল।
প্রতিদিনের মতো বৃহস্পতিবার সন্ধ্যায় মন্দিরে প্রদীপ জ্বালিয়ে বাড়িতে যাই।
গতকাল শুক্রবার সকালে মন্দিরে ভোগ দেয়ার জন্য গিয়ে দেখি কে বা কারা মন্দিরের ভেতরে থাকা সন্ন্যাস (শিব) মূর্তির গলা, হাতসহ বিভিন্ন জায়গা ভেঙে ফেলেছে। এছাড়া সন্ন্যাসের দুটি বাহন মূর্তির বিভিন্ন জায়গা ভেঙে মাটিতে ফেলে রেখেছে।
তিনি আরো জানান, ঘটনাটি জানার পর পুলিশ ঘটনাস্থলে এসেছিল।
এ বিষয়ে রাণীনগর থানার ওসি শাহিন আকন্দ বলেন, ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে আমি ও ঊর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছি। দ্রুত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়