নতুন রাজনৈতিক দল নিবন্ধনের গণবিজ্ঞপ্তি

আগের সংবাদ

অনুমোদনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার : অভিযানে বন্ধ অনেক প্রতিষ্ঠান

পরের সংবাদ

মনোযোগ এখন কাজল রেখায়

প্রকাশিত: মে ২৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মে ২৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

জনপ্রিয় নির্মাতা গিয়াস উদ্দীন সেলিমের সিনেমায় অভিনয় করার ইচ্ছা ছিল মিথিলার। সেলিমও জানতেন সে কথা। তাই ‘কাজল রেখা’র কাস্টিং করার সময় মাথায় রেখেছিলেন মিথিলার নাম। বেশ আগে ‘কাজল রেখা’র গল্প নিয়ে যখন আলোচনা হয়, তখন মিথিলা নায়িকার চরিত্র নয়, নেতিবাচক চরিত্রটিই পছন্দ করেছিলেন। ‘কাজল রেখা’য় কঙ্কণ দাসী তার নাম। মৈমনসিংহ গীতিকার এই গল্পের বয়স প্রায় ৪০০ বছর। এত পুরনো গল্প নিয়ে সিনেমা বানানো বেশ ব্যয়সাপেক্ষ। চরিত্রের লুক, লোকেশন, পোশাক, সেট- এসবে নিখুঁতভাবে পুরনো সময়টি ফুটিয়ে তুলতে গেলে বড় আয়োজন লাগে। ‘কাজল রেখা’ করতে গিয়ে গিয়াস উদ্দীন সেলিম তাই অর্থ সংকটে পড়ে কয়েকবার পিছিয়ে আসতে বাধ্য হয়েছিলেন। সরকারি অনুদান পাওয়া সিনেমাটি অবশেষে শুটিংয়ের মুখ দেখল। নেত্রকোনার দুর্গাপুরে বর্তমানে ‘কাজল রেখা’র শুটিং চলছে। পর্দার কঙ্কণ দাসী হতে মিথিলা তাই এখন আছেন সেখানেই। এর আগে দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিয়েছেন অভিনেত্রী। মিথিলা বলেন, ‘কঙ্কণ বেশ শক্তিশালী চরিত্র। আমি যেমন নই, তেমন একটি চরিত্র। খুবই পছন্দ হয়েছে আমার। চরিত্রের মধ্যে অনেক কিছু ফ্যান্টাসির মতো মনে হবে। আবার আমাদের গ্রামবাংলার ঐতিহ্যের সঙ্গেও মানিয়ে রান করবে গল্পটি।’ ‘কাজল রেখা’র শুটিং শেষে আগামী সপ্তাহে এক মাসের জন্য তানজানিয়া ও কেনিয়ায় যাবেন মিথিলা। পরের মাসে যাবেন যুক্তরাষ্ট্রে। সেখানে বঙ্গ সম্মেলনে মিথিলা অভিনীত রাজর্ষি দের সিনেমা ‘মায়া’র প্রিমিয়ার হবে। অভিনেত্রী জানিয়েছেন, তার আগেই টালিউডে অভিষেক হবে মিথিলার। শৌভিক কুণ্ডু পরিচালিত ‘আয় খুকু আয়’ সিনেমায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে অভিনয় করেছেন মিথিলা। আগামী ১৭ জুন পশ্চিমবঙ্গে মুক্তি পাবে সিনেমাটি। এদিকে বাংলাদেশে মিথিলার প্রথম সিনেমা ‘অমানুষ’। কলকাতায় গিয়ে পরপর কয়েকটি সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার আগে ‘অমানুষ’-এর কাজ শেষ করে গিয়েছিলেন অভিনেত্রী। অনন্য মামুন পরিচালিত এ সিনেমায় মিথিলার নায়ক নিরব। গত বছরের ২৫ মার্চ সাভারের বিরুলিয়ায় ‘অমানুষ’-এর শুটিং শুরু হয়। এবার জানা গেল, নিরব-মিথিলার প্রথম সিনেমা ‘অমানুষ’ হলে আসছে। আগামী ১৭ জুন দেশব্যাপী মুক্তি পাবে সিনেমাটি। নির্মাতা অনন্য মামুন ও চিত্রনায়ক নিরব- দুজনেই খবরটি নিশ্চিত করেছেন। জানা গেছে, থ্রিলার ঘরানার এ সিনেমায় এক দুর্র্ধর্ষ বনদস্যুর চরিত্রে অভিনয় করেছেন নিরব। তার চরিত্রের নাম ওসমান। আর মিথিলার চরিত্রের নাম নুদরাত।
– মেলা প্রতিবেদক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়