নতুন রাজনৈতিক দল নিবন্ধনের গণবিজ্ঞপ্তি

আগের সংবাদ

অনুমোদনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার : অভিযানে বন্ধ অনেক প্রতিষ্ঠান

পরের সংবাদ

মনিটরিং জোরদার করতে হবে : গোলাম রহমান সভাপতি, ক্যাব

প্রকাশিত: মে ২৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মে ২৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংগঠন কনজ্যুমার এসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি সভাপতি গোলাম রহমান বলেছেন, ধানের ভরা মৌসুমে চালের দাম বাড়ার যৌক্তিক কোনো কারণ নেই। চালের বর্তমান বাজারে চালের দামে যে অস্থিরতা তৈরি হয়েছে তা ঠেকাতে হবে। প্রয়োজনে সরকারের মনিটরিং জোরদার করার মাধ্যমে এই অস্থিরতা দূর করতে হবে। গতকাল শুক্রবার ভোরের কাগজকে তিনি এসব কথা বলেন। গোলাম রহমান বলেন, বিশ্ববাজারের অর্থনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে কেউ যাতে চালের বাজারে অস্থিরতা তৈরি না করতে পারে, সেদিকে সরকারের তীক্ষè দৃষ্টি থাকতে হবে। সেই সঙ্গে যারা অস্থিরতা তৈরি করবে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। যাতে সাধারণ মানুষের কষ্ট না হয় সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে। বৈশ্বিক অস্থিরতার প্রভাব দেশে পড়েছে। তাই সরকারের উচিত সামাজিক নিরাপত্তায় খাদ্য কর্মসূচির পরিধি আরো বাড়ানো।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়