নতুন রাজনৈতিক দল নিবন্ধনের গণবিজ্ঞপ্তি

আগের সংবাদ

অনুমোদনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার : অভিযানে বন্ধ অনেক প্রতিষ্ঠান

পরের সংবাদ

বুয়েটের সঙ্গে পলি ক্যাবলের সমঝোতা

প্রকাশিত: মে ২৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মে ২৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও পলি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গত ২৫ মে বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল ভবনে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বুয়েটের ইলেট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে পরিচালিত ডেভেলপমেন্ট অব স্মার্ট ফাস্ট চার্জার এন্ড ভার্চুয়াল টেস্টিং প্লাটফর্ম ফর ইলেকট্রিক ভেহিকেল ব্যাটারিস গবেষণা প্রকল্পে দুই বছরে ৫০ লক্ষ টাকা দেবে পলি ক্যাবল। এছাড়া ল্যাবরেটরি সাপোর্ট হিসেবে আরো ২০ লাখ টাকা দেবে দেশীয় ক্যাবল প্রস্তুতকারী প্রতিষ্ঠানটি। পাশাপাশি বুয়েটও গবেষণা থেকে প্রাপ্ত ফল রিসার্চ এন্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিংয়ের (রাইজ) নীতিমালা অনুযায়ী শেয়ার করবে পলি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সঙ্গে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার, উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল জব্বার খাঁন ও পলি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাকির হোসেন উপস্থিত ছিলেন। সমঝোতা স্মারকে বুয়েটের পক্ষে রাইজের পরিচালক অধ্যাপক ড. মুহম্মদ আনিসুজ্জামান তালুকদার এবং পলি ক্যাবল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাকির হোসেন স্বাক্ষর করেন। উল্লেখ্য, সমঝোতা স্মারক অনুষ্ঠানে বুয়েটের উপাচার্যের হাতে মোহাম্মদ জাকির হোসেন ২৫ লাখ টাকার চেক হস্তান্তর করেন। বিজ্ঞপ্তি

যৌথ গবেষণা সহযোগিতা, ফেলোশিপ, ইন্টার্নশিপ, পারস্পরিক গবেষণাগার ব্যবহারের সুযোগ, পণ্যের মানোন্নয়নে গবেষণা ইত্যাদি সুবিধা প্রদানের মাধ্যমে বুয়েটের শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে সময়োপযোগী করে গড়ে তুলতে যৌথভাবে কাজ করবে বুয়েট ও পলি ক্যাবল ইন্ডাস্ট্রি লিমিটেড।

অনুষ্ঠানে বুয়েটের ডিন, বিভিন্ন বিভাগ ও পরিদপ্তরের পরিচালক, বিভাগীয় প্রধান, উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়