নতুন রাজনৈতিক দল নিবন্ধনের গণবিজ্ঞপ্তি

আগের সংবাদ

অনুমোদনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার : অভিযানে বন্ধ অনেক প্রতিষ্ঠান

পরের সংবাদ

প্রতিবাদ অব্যাহত : ভোরের কাগজের বিরুদ্ধে মামলা প্রত্যাহার দাবি

প্রকাশিত: মে ২৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মে ২৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : তথ্যভিত্তিক সংবাদ করার পরও ভোরের কাগজ পত্রিকার প্রকাশক সাবের হোসেন চৌধুরী এমপি ও সম্পাদক শ্যামল দত্তসহ ৫ সাংবাদিকের বিরুদ্ধে কুমিল্লা জজকোর্টে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে গতকাল শুক্রবারও দেশব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন সাংবাদিকরা। এ সম্পর্কে আমাদের প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট-
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) : বিকাল ৫টায় শ্রীমঙ্গল সাগরদীঘি সড়কে শ্রীমঙ্গল উপজেলা প্রেস ক্লাবের সামনে ভোরের কাগজ শ্রীমঙ্গল প্রতিনিধি সুমন বৈদ্যের সভাপতিত্বে ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক একুশে টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- শ্রীমঙ্গল উপজেলা প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি শামীম আক্তার হোসেন, প্রেস ক্লাবের সিনিয়র সদস্য জনকণ্ঠ শ্রীমঙ্গল প্রতিনিধি চৌধুরী নিহারেন্দু হোম সজল, প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি আরটিভির স্টাফ রিপোর্টার চৌধুরী ভাস্কর হোম, প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও শ্রীমঙ্গল সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি কবি রজত শুভ্র চক্রবর্তী, প্রেস ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক ও বৈশাখী টেলিভিশনের মৌলভীবাজার জেলা প্রতিনিধি ইমন দেব চৌধুরী, প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক কাউছার আহমদ রিয়ন, অবসরপ্রাপ্ত সেনা সদস্য সবুজবাগ পূজা পরিষদের নেতা সুমন চন্দ্র দাশ, দৈনিক যায়যায়দিনের শ্রীমঙ্গল প্রতিনিধি শফিকুল ইসলাম রুম্মন, এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি এস কে দাশ সুমন, ভোরের কাগজের শ্রীমঙ্গল প্রতিনিধি সুমন বৈদ্য, দৈনিক খোলাচিঠির বার্তা সম্পাদক নান্টু রায়, দৈনিক নিউ নেশনের শ্রীমঙ্গল প্রতিনিধি আল ইব্রাহীম, রাসেল আহমদ ও বর্ণ চক্রবর্তী।
এ সময় বক্তারা বলেন, ভোরের কাগজ তথ্যনির্ভর বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করেছে। এরপরও মিথ্যা মামলা দায়ের দুঃখজনক।
রাউজান (চট্টগ্রাম) রাউজান প্রেস ক্লাবের উদ্যোগে সকাল ১০টার দিকে রাউজান জলিলনগরে কাজী প্লাজায় প্রেস ক্লাব কার্যালয়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন রাউজান প্রেস ক্লাবের সভাপতি শফিউল আলম। রাউজান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক ভোরের কাগজ পত্রিকার রাউজান প্রতিনিধি এম রমজান আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি দৈনিক আজাদীর রাউজান প্রতিনিধি মীর মোহাম্মদ আসলাম, রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার রাউজান প্রতিনিধি প্রদীপ শীল, রাউজান প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি ও অপরাধ জগৎ পত্রিকার প্রতিনিধি এম জাহাঙ্গীর নেওয়াজ, সংগঠনের সহসভাপতি গেøাবাল টিভি ও গণকণ্ঠ পত্রিকার রাউজান প্রতিনিধি নেজাম উদ্দিন রানা, রাউজান প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সাঙ্গু পত্রিকার প্রতিনিধি কামাল হাবিবি, রাউজান প্রেস ক্লাবের অর্থ সম্পাদক ও দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিনিধি হাবিবুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং দৈনিক অর্থনীতি পত্রিকার প্রতিনিধি কামরুল ইসলাম বাবু, রাউজান প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক সকালের সময় পত্রিকার রাউজান প্রতিনিধি আমির হামজা, রাউজান প্রেস ক্লাবের সদস্য দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার প্রতিনিধি শাহাদাত হোসেন সাজ্জাদ, রাউজান প্রেস ক্লাবের সদস্য ও দৈনিক ইনফো বাংলা পত্রিকার প্রতিনিধি লোকমান আনসারী, রাউজান প্রেস ক্লাবের সদস্য, দৈনিক আজকের পত্রিকার রাউজান প্রতিনিধি আরফাত হোসাইন, দৈনিক গণমুক্তি পত্রিকার প্রতিনিধি রায়হান উদ্দিন প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তারা অবিলম্বে ভোরের কাগজের প্রকাশক সাবের হোসেন চৌধুরী, সম্পাদক শ্যামল দত্ত, বার্তা সম্পাদক ইখতিয়ার উদ্দিন, সিনিয়র রিপোর্টার রুহুল আমিনসহ ৫ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান ।
কেন্দুয়া (নেত্রকোনা) : ভোরের কাগজ কেন্দুয়া প্রতিনিধি বিজয় রজকের সভাপতিত্বে মানববন্ধন ও আলোচনায় বক্তব্য রাখেন- প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক লিয়াকত আলী কাজল, ভোরের কাগজ নেত্রকোনা জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম, ভোরের কাগজ মদন উপজেলা প্রতিনিধি ও মদন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক পরিতোষ দাস, কেন্দুয়া যুগান্তর প্রতিনিধি, রিপোটার্স ক্লাবের সদস্য মামুনুর রশিদ খান মামুন, ভোরের ডাক কেন্দুয়া প্রতিনিধি আবুল কাশেম আকন্দ, কেন্দুয়া প্রেস ক্লাবের তথ্য ও গবেষণা সম্পাদক, আদম্য বাংলার প্রতিনিধি আয়নাল হক, আজকের বাংলাদেশ প্রতিনিধি কিশোর শর্মা,যায়যায়দিন প্রতিনিধি রফিকুল ইসলাম, মানবজমিন প্রতিনিধি মজিবর রহমান মুভি বাংলা টিভি প্রতিনিধি হুমায়ূন কবির, মানবকণ্ঠ প্রতিনিধি রুকন উদ্দিন, প্রেস ক্লাব সদস্য সুনীল পোদ্দার, বি এম এফ টেলিভিশন প্রতিনিধি সাইফুল ইসলাম দুলালসহ বিভিন্ন ব্যক্তি। বক্তারা বলেন, ভোরের কাগজ প্রকাশক সাবের হোসেন চৌধুরী, সম্পাদক শ্যামল দত্তসহ ৫ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে সারাদেশে সাংবাদিকরা কঠোর আন্দোলন গড়ে তুলবেন। সাংবাদিকরা সব সময় সত্য কথা জাতির সামনে তুলে ধরেন। কুমিল্লা সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আরফানুল হক রিফাত মানহানি মামলা করে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন। বক্তারা এ মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়