নতুন রাজনৈতিক দল নিবন্ধনের গণবিজ্ঞপ্তি

আগের সংবাদ

অনুমোদনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার : অভিযানে বন্ধ অনেক প্রতিষ্ঠান

পরের সংবাদ

পর্দা নামছে কান চলচ্চিত্র উৎসবের

প্রকাশিত: মে ২৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মে ২৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

করোনা মহামারির কারণে ২০২০ সালে বাতিল হয় ‘কান চলচ্চিত্র উৎসব’। পরের বছর নির্ধারিত সময়ের পর সীমিত পরিসরে আয়োজন করা হয় উৎসব। এ বছর একেবারে ঠিক সময়ে শুরু হয় কানের ৭৫তম আসর। ১৭ মে থেকে শুরু হয়ে ১২ দিনের উৎসব চলছে ২৮ মে পর্যন্ত। সে হিসেবে চলচ্চিত্রের গুরুত্বপূর্ণ এই আসরের পর্দা নামবে শনিবার। এবারের আসর ঘিরে চলচ্চিত্রপ্রেমীরা ছিলেন দারুণ উদ্দীপ্ত। এবারের উৎসবে নির্বাচিত চলচ্চিত্রের তালিকায় ছিল জর্জ মিলারের ‘থ্রি থাউজেন্ড ইয়ারস অব লংগিং’, ডেভিড ক্রোনেনবার্গের ‘ক্রাইমস অব দ্য ফিউচার’, কেলি রাইকার্টের ‘শোয়িং আপ’ ও জেইমস গ্রের ‘আরমাগেডন টাইম’। এবারের আসরের প্রতিযোগিতা বিভাগে লড়ছে ২২টি সিনেমা। তালিকায় জায়গা পায় সুইডেনের রুবেন উস্টলুন্ডের ‘ট্রায়াঙ্গল অব স্যাডনেস’, রোমানিয়ার ক্রিস্টিয়ান মুনগুইয়ের ‘আরএমএন’ এবং বেলজিয়াম ভ্রাতৃদ্বয় জ্যঁ-পিয়েরে ও লুক দারদেনের ‘টরি এন্ড লকিটা’। এশিয়া থেকে ছিল জাপানের কোরে-এদা হিরোকাজুর ‘ব্রোকার’, দক্ষিণ কোরিয়ার পার্ক চ্যান-ওক পরিচালিত ‘ডিসিশন টু লিভ’। এছাড়া আ সাতের্ঁ রিগা বিভাগে ছিল পাকিস্তানের সায়েম সাদিক পরিচালিত ‘জয়ল্যান্ড’। বিশেষ প্রদর্শনীতে জায়গা পায় ভারতের শৌনাক সেন পরিচালিত ‘অল দ্যাট ব্রিথস’। উৎসবের ৭৫তম আসরের এ তালিকা ঘোষণা করেছিলেন থিয়েরি ফ্রেমোঁ ও কান উৎসবের বিদায়ী সভাপতি পিয়েরে লেসকিউর। কান উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র নির্বাচিত হয় প্রতিযোগিতা শাখার বাইরের ফ্রান্সের মিশেল আজনভিসুসের ‘ফাইনাল কাট’। এবার আসরে জমা পড়ে ২ হাজার ২০০ ছবি। এর মধ্য থেকে বাছাই করে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। এই তালিকায় প্রতিযোগিতা শাখায় জায়গা করে নেয় রুশ পরিচালক কিরিল সেরেব্রেনিকোভের ‘চাইকোভস্কি’স ওয়াইফ’। আ সার্তেঁ রিগা শাখায় নির্বাচিত হয় ইউক্রেনের মাকজিম নাকোঞ্চনিয়ের ‘বাটারফ্লাই ভিশন’। স্পেশাল স্ক্রিনিংস শাখায় সের্জেই লোজনিৎজা পরিচালিত ‘দ্য ন্যাচারাল হিস্ট্রি অব ডেসট্রাকশন’। তালিকায় রাশিয়া ও ইউক্রেনের ছবি থাকায় বিষয়টি আলাদাভাবে নজর কেড়েছে সবার। সাম্প্রতিক বছরগুলোতে কান সমালোচিত হয়েছে নারী প্রতিভাকে স্বীকৃতি না দেয়ায়। এ বছরের প্রতিযোগিতার তালিকায় নারী নির্মাতাদের মাত্র তিনটি চলচ্চিত্র অন্তর্ভুক্ত করা হয়েছে। রাইচার্ড ছাড়াও ফরাসি পরিচালক ভ্যালেরিয়া ব্রুনি টেডেস্কি ‘ফরএভার ইয়াং’ এবং বার্লিন থেকে ফ্রেশ-ফ্রম-বার্লিন ক্লেয়ার ডেনিসের ‘স্টারস অ্যাট নুন’ এই তালিকায় ছিল। এবারের আসরের আকর্ষণ ছিল প্রতিযোগিতা শাখার বাইরের হলিউড সুপারস্টার টম ক্রুজ অভিনীত ‘টপ গান : ম্যাভেরিক’, টম হ্যাঙ্কস অভিনীত ‘এলভিস’ এবং জর্জ মিলারের ‘থ্রি থাউজেন্ড ইয়ারস অব লংগিং’। গত ১৭ মে থেকে কানের পালে দ্যা ফেস্টিভ্যাল ভবন ও পার্শ্ববর্তী সিনেপ্লেক্সে দেখানো হচ্ছে নির্বাচিত সিনেমাগুলো। আর এই সিনেমাগুলো থেকে একটি বেছে নেয়া হবে সম্মানজনক পুরস্কার পাম ডি’ অর বা স্বর্ণপামের জন্য। দ্য ইনডিপেনডেন্টের প্রতিবেদনে জানা যায়, ২৩ মে পর্যন্ত যে সিনেমাগুলো প্রদর্শিত হয়েছে তার মধ্যে সবচেয়ে এগিয়ে ‘ট্রায়াঙ্গেল অব স্যাডনেস’। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মার্কিন অভিনেতা উডি হ্যারেলসন। সিনেমার গল্পের পাশাপাশি পরিচালনা করেছেন সুইডিশ নির্মাতা রুবেন ওস্টলুন্দ। গত ২২ মে সিনেমাটি বড় পর্দায় দেখানো হয় প্যালেস থিয়েটারে। প্রদর্শনী শেষ হওয়ার পর ৮ মিনিট দাঁড়িয়ে করতালি দিয়ে উচ্ছ¡াস প্রকাশ করেছেন দর্শকরা। এবারের উৎসবে কোনো সিনেমা এত দীর্ঘ সময় করতালি পায়নি। এ বিষয়ে ছবির প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে পরিচালক ওস্টলুন্দ বলেন, ‘চমৎকার স্ক্রিনিং! দর্শকদের অভিনন্দন আমাদের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। সবার প্রতি ভালোবাসা রইল।’ উল্লেখ্য, কান চলচ্চিত্র উৎসবের সমাপনী আয়োজনও সঞ্চালনা করবেন বেলজিয়ান অভিনেত্রী ভার্জিনি এফিরা।
– মেলা ডেস্ক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়