নতুন রাজনৈতিক দল নিবন্ধনের গণবিজ্ঞপ্তি

আগের সংবাদ

অনুমোদনহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার : অভিযানে বন্ধ অনেক প্রতিষ্ঠান

পরের সংবাদ

ডিআইএমএপিপিপির আওতায় যশোরে কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশিত: মে ২৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মে ২৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

আলমগীর কবীর, যশোর থেকে : স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) যশোরে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্র্রকিউরিমেন্টের (ই-জিপি) উপর যশোর অঞ্চলের তিন জেলার জেলা পরিষদের প্রশাসক, উপজেলা চেয়ারম্যান ও মেয়রসহ ৩৬ জন জনপ্রতিনিধিকে নিয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার যশোর এলজিইডি ভবনের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে ডিজিটাইজিং ইমপ্লিমেন্টসন মনিটরিং এন্ড পাবলিক প্রকিউরমেন্ট প্রজেক্টের (ডিআইএমএপিপিপি) আওতায় এ কর্মশলা অনুষ্ঠিত হয়।
এলজিইডির যশোর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. এজাজ মোর্শেদ চৌধুরীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির খুলনা বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শেখ মুজাক্কা জাহের।
প্রশিক্ষণ সমন্বয়কারী এলজিইডি যশোরের নির্বাহী প্রকৌশলী এ কে এম আনিছুজ্জামানের ব্যবস্থাপনায় ওয়ার্কশপে যশোর, ঝিনাইদহ ও মাগুরা জেলার জেলা পরিষদের প্রশাসক, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পৌরসভার মেয়ররা উপস্থিত ছিলেন। কর্মশলায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- এলজিইডির প্রধান কার্যালয়ের ডিআইএমএপিপিপি প্রকল্পের প্রকিউরিমেন্ট শাখার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আনোয়ারুল ইসলাম, একই শাখার নির্বাহী প্রকৌশলী মো. গোলাম ইয়াজদানী। এ সময় উপস্থিত ছিলেন এলজিইডির প্রধান কার্যালয়ের ডিআইএমএপিপিপি প্রকল্পের রিজিয়নাল কো-অর্ডিনেটর মো. উজ্জ্বল হোসেন। কর্মশলায় ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরিমেন্টের (ই-জিপি) উপর বিষদ আলোচনাসহ গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত প্রদান করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়