আইপিও আবেদন করতে বাড়াতে হবে বিনিয়োগ

আগের সংবাদ

‘ইভিএম’ রেখেই ভোটের ছক!

পরের সংবাদ

মাটি-মানুষের কবি

প্রকাশিত: মে ২৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মে ২৫, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

গাঁয়ের মাটি বাসতো ভালো, বাসতো বুনোফুল,
সঙ্গী নিয়ে ঘুরলে গাঁয়ে লাগতো হুলুস্থূল।
সব মানুষের ওপরে তার ভালোবাসার টান,
তাদের সাথে ভাব জমিয়ে গাইতো লেটোর গান।

সেই ছেলেটা গান বানিয়ে যেই দেখাতো নাচ,
প্রতিভা তার আকাশছোঁয়া করতো সবাই আঁচ।
কবির লড়াই চললে পরে মানতো না সে হার,
যেমন ছিল সুরের গতি কথার তেমন ধার।

নিঃস্ব এবং দুস্থজনের প্রিয় আপনজন,
দুঃখ তাদের বারে বারে টানতো তারও মন।
তাদের পাশে ছুটে যেত ত্যাগ করে সব ভয়
ন্যায়ের পথে সকল কাজে আনতো ঠিকই জয়।

বাল্যকালে পিতৃহারা, কষ্ট জমা বুক
ভাগ্যে মোটেই জোটেনি তার অপরিসীম সুখ।
জাতপাতের তার ভেদ ছিল না কেউ ছিল না পর
সাহিত্যের ধুমকেতু নজরুল দক্ষ কারিগর।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়