যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে চায় বাংলাদেশ

আগের সংবাদ

পুঁজিবাজারে ধস গুজব ও আতঙ্কে : ডলারের অস্থিরতায় শেয়ার বিক্রি করছে বিদেশিরা, যাচাই-বাছাই করে মার্জিন ঋণ দেয়ার দাবি

পরের সংবাদ

টেক বিশ্বের খবর

প্রকাশিত: মে ২২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মে ২২, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

একাধিক ফিচার সরাচ্ছে ফেসবুক
কাছাকাছি অবস্থানে থাকা বন্ধুদের খুঁজে পাওয়াসহ বেশকিছু ফিচার মুছে দেয়ার কথা জানিয়েছে মেটা মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ৯টু৫ম্যাকের এক প্রতিবেদনের তথ্যানুযায়ী, নিয়ারবাই ফ্রেন্ডস ছাড়াও লোকেশনভিত্তিক ওয়েদার অ্যালার্ট ফিচারও সরিয়ে দেবে প্লাটফর্মটি। প্রতিবেদন অনুযায়ী, সার্ভার থেকে চিরতরে ফিচারগুলো মুছে দেবে ফেসবুক। তবে কেন এ সিদ্ধান্ত নেয়া হচ্ছে, সে বিষয়ে পরিষ্কারভাবে কিছু জানা যায়নি। ৯টু৫ম্যাক প্রকাশিত প্রতিবেদনে ফেসবুকের ঘোষণার বরাত দিয়ে বলা হয়, ৩১ মে থেকে নিয়ারবাই ফ্রেন্ডস ও ওয়েদার অ্যালার্ট ফিচার দুটি আর থাকবে না। ফিচারগুলো ব্যবহারে লোকেশন হিস্ট্রি ও ব্যাকগ্রাউন্ড লোকেশনসহ যেসব তথ্য দেয়া হয়েছে, সেগুলোর সংরক্ষণও স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। অ্যান্ড্রয়েড ও আইওএস প্লাটফর্মের ব্যবহারকারীরা নিয়ারবাই ফ্রেন্ডস ফিচার বন্ধের বিষয়ে বেশ কিছুদিন থেকে নোটিফিকেশন পেয়ে আসছিল। ২০১৪ সালে আশপাশে থাকা বন্ধুদের সঙ্গে নিজের বর্তমান অবস্থানসংক্রান্ত তথ্য আদান-প্রদানের জন্য ফিচারটি চালু করা হয়। আরো যেসব ফিচার ফেসবুক সরিয়ে দেবে সেগুলো হলো লোকেশন হিস্ট্রি, টাইম অ্যালার্টস ও ব্যাকগ্রাউন্ড লোকেশন। সূত্র : গ্যাজেটসনাউ

এক বছরের মধ্যে টুইটারকে ছাড়াবে কু
আগামী এক বছরে ব্যবহারকারীর সংখ্যার দিক থেকে টুইটারকে ছাড়িয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ভারতীয় মাইক্রোব্লগিং প্লাটফর্ম কু। টুইটার ক্রয়ে ইলোন মাস্কের প্রস্তাব নিয়ে চলমান আলোচনার মধ্যে এ কথা জানাল প্লাটফর্মটি। ভারতের মাইক্রোব্লগিং প্লাটফর্মটির ব্যবহারকারী উল্লেখযোগ্য হারে বেড়েছে। এ পরিপ্রেক্ষিতেই প্লাটফর্মটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এ কথা জানান। ২০২০ সালের মার্চে যাত্রা হয় কুর। যাত্রার পর থেকে গত ১২ মাসে প্লাটফর্মটি তিন কোটিবারের বেশি ডাউনলোডের রেকর্ড দেখতে পেয়েছে। পাশাপাশি ব্যবহারকারীর সংখ্যা ১০ গুণ বেশি বেড়েছে। এ পরিপ্রেক্ষিতে প্লাটফর্মটি ২০২২ সালের শেষ নাগাদ ১০ কোটি ব্যবহারকারীর মাইলফলক স্পর্শ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। বর্তমানে ভারতে প্লাটফর্মটি ইংরেজিসহ ১০টি ভাষায় পরিষেবা দিয়ে আসছে। সূত্র : ইটিটেলিকম

অ্যান্ড্রয়েড অটোতে নতুন ফিচার আনছে গুগল
গুগলের বার্ষিক ডেভেলপার সম্মেলনে পিক্সেল ডিভাইস ও অ্যান্ড্রয়েড ১৩-এর ফিচারের পাশাপাশি আরো কিছু বিষয় উপস্থাপন করেছে গুগল। এর মধ্যে অন্যতম হলো অ্যান্ড্রয়েড অটো। অটোর ব্যবহারকারীদের জন্য নতুন ফিচার যুক্ত হওয়ার কথা জানিয়েছে গুগল। এক ব্লগ পোস্টে গুগল জানায়, নতুন ফিচারগুলোর মধ্যে প্রথমেই অ্যান্ড্রয়েড অটোর ইন্টারফেসে পরিবর্তন আনা হবে। এর মাধ্যমে সহজে বিভিন্ন বিষয়ের তথ্য পাওয়ার পাশাপাশি মিডিয়া আরো সহজে নিয়ন্ত্রণ করা যাবে। ইন্টারফেসের পর অ্যান্ড্রয়েড অটো এখন থেকে ব্যবহারকারীদের বিভিন্ন আকার ও ধরনের স্ক্রিনে স্প্লিট স্ক্রিন মোড ব্যবহারের সুবিধা দেবে। এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা সহজেই এক জায়গায় তাদের সর্বাধিক ব্যবহৃত ফিচারগুলো দেখতে পারবেন। নেভিগেশন ও মিডিয়া চালু থাকা অবস্থায় পডকাস্ট পরিবর্তনের সময় ব্যবহারকারীদের আর পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবতে হবে না। মেসেজের রিপ্লে সাজেশন থেকে শুরু করে কোনো গন্তব্যে পৌঁছানোর সময় জানানোর পাশাপাশি পছন্দের গান চালানোর ক্ষেত্রে গুগল অ্যাসিস্ট্যান্ট এখন সহায়তা করে। গুগলের তথ্যানুযায়ী, সামনের মাসগুলোয় অ্যান্ড্রয়েড অটোতে ফিচারগুলো আনা হবে। সূত্র : গ্যাজেটসনাউ

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়