জাপানি ২ শিশুর জিম্মা : বাবার বিরুদ্ধে এবার আদালত অবমাননার অভিযোগ মায়ের

আগের সংবাদ

তৈরি হচ্ছে ঘনিষ্ঠদের তালিকা : পি কে হালদারের ডিভাইসে সাজানো নাম, ফোন নম্বর ও টাকার অঙ্ক

পরের সংবাদ

একটু হাসো

প্রকাশিত: মে ১৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মে ১৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বাবা : আজ স্কুলে দুষ্টামি করিসনি তো?
ছেলে : না বাবা, ক্লাসে আজ পুরো সময় বেঞ্চের উপর দাঁড়িয়েছিলাম! দুষ্টামি করার সুযোগই পাইনি!

২.
ছেলে : মা, আমাদের টয়লেটটা অনেক ভালো। দরজা খুললে লাইট জ্বলে, দরজা বন্ধ করলে লাইট অফ হয়।
মা : ওরে বদের হাড্ডি, তুই আজও ফ্রিজে প্রস্রাব করেছিস!

৩.
শিক্ষক : একি, তোমার ফুটবল ম্যাচ বিষয়ে লেখা রচনাটা যে রানার রচনার সঙ্গে একেবারে মিলে যাচ্ছে, ওরটা দেখে দেখে লিখছ নাকি?
ছাত্র : না স্যার। আমরা দু’জনে যে একই ম্যাচ দেখে লিখেছি। তাই এ রকম হয়েছে।

৪.
গণিত ক্লাসে স্যার অঙ্ক খাতা দেখতে গিয়ে রেগে চোখ লাল করে এক ছাত্রকে লক্ষ্য করে বললেন, ‘কিরে, তোর একটি অঙ্কও তো হয়নি!’
ছাত্র : একি বলেন স্যার! একটি অঙ্কও হয়নি?
স্যার : না, তোর একটি অঙ্কও হয়নি। তাই আগামীকাল আমি তোর বাপের কাছে যাব।
ছাত্র : আব্বার কাছে যাবেন? তাহলে কালকে কেন, এখনই চলেন। আব্বা তো খুব বড় বড় কথা বলে, তিনি নাকি ভালো ছাত্র ছিলেন। তার রোল নং এক ছিল।
স্যার : তোর বাপ ভালো ছাত্র ছিল তা শুনিয়ে কাজ হবে না। যখন যাব তখন বুঝবি মজা।
ছাত্র : আমি কী মজা বুঝব, অঙ্ক কি আমি করেছি?
স্যার (আশ্চর্য হয়ে) : তাহলে কে করেছে?
ছাত্র : অঙ্ক তো সব আব্বা করে দিয়েছেন!
– সংগ্রহ : শাহীদ হাসান

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়