করোনার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে বেইজিংয়ে ফের স্কুল বন্ধ

আগের সংবাদ

রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষায় ১৯ দফা নির্দেশনা : ঝুঁকি মোকাবিলায় নজরদারিতে চাকরিচ্যুত পুলিশরা

পরের সংবাদ

ধূসর মনস্তাপ

প্রকাশিত: মে ৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মে ৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

জলাশয়ের পাশে দাহস্থানে স্তূপ হয়ে থাকা পোড়া কাঠ
কিছু ছাই ছাড়া বাকি সব ধূসর মনস্তাপ-

স্মৃতির অন্তর্গত নীল প্রজাপতি
আর অপরূপ সূর্যালোক
কোন পথের বাঁকে ফেলে এসেছি মনেই পড়ে না!

বিশ্বাসের দরজায় পেরেক ঠুঁকে দিয়ে
কফিনবন্দি এক মানুষের বাহুলগ্না হয়ে
কার কি লাভ হলো কে জানে!

আপাতত মায়াময় চোখের এক তরুণের
কথা ভাবছি
কুড়িয়ে পাওয়া ছবির পায়ে অন্তরপদ্ম সঁপে
একটা কবিতার জন্য যার নির্ঘুম রাত কেটেছে

ওই যে হঠাৎ গভীর রাতে মন চাইলো
বাইসাইকেল নেমে এলো পথে
চাঁদ আর জোছনায় মাখামাখি আলোয়
আহা আনন্দিত মুখ!

বন্ধ দরজার ওপাশে তার মতো কেউ
অন্ধকারে একাকী শয্যায় চোখ মেলে
দেখে কি স্বপ্নের প্রণয়বিলাস!

অনেক মিথ্যেদিন শেষে সে যখন শুধু
একটা লোক
ভালোবাসাহীন সঙ্গমকাতর কেবল

তাকে কেউ ভালো কি মন্দ বললে
তার কিছু যায় আসে না।
সে একটা লোক, শুধুই লোক
যার বিবেচনায়
ফিরে দেখা মানে গাঢ় অনন্ত ঘুম

তার চেয়ে ভালো হাঁটতে থাকা
যদি দেখা দেয় প্রথমত নীলাভ সকাল
দ্বিতীয়ত হাত রাখার মতন অদ্বিতীয়ার হাত!

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়