৬১ জেলা পরিষদ বিলুপ্ত ঘোষণা : দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাহী কর্মকর্তারা

আগের সংবাদ

সংঘর্ষের সূত্রপাত যেভাবে

পরের সংবাদ

ব্যর্থ মুমিনুলের চট্টগ্রাম পরীক্ষা

প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ১৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট ফরম্যাটের ১১তম অধিনায়ক মুমিনুল হক সৌরভ। সর্বশেষ প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজের সবচেয়ে সমালোচিত ক্রিকেটার তিনি। অধিনায়ক হিসেবে ক্যারিয়ারে বাজে ম্যাচ খেলেছেন এই সিরিজে। প্রথম টেস্টে করেছেন ২ রান এবং দ্বিতীয় টেস্টে কোনোভাবে ১১ রান সংগ্রহ করতে পেরেছেন। দুই টেস্ট মিলিয়ে করেছেন মাত ১৩ রান। যেখানে প্রোটিয়া অধিনায়কের ছিল ২২৭ রান। এর আগের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও নিষ্প্রভ ছিলেন তিনি। তবে প্রথম টেস্টে জয়ের পিছনে ৮৮ রানের অনবদ্য ভূমিকা ছিল তার। দক্ষিণ আফ্রিকায় ব্যর্থ হলেও ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে তার ব্যাটে রানের ফোয়ারা বইবে এমন প্রত্যাশা টাইগার সমর্থকদের। চট্টগ্রামে মুমিনুলের ব্যাট সব সময়ই হাসে। তার টেস্ট সেঞ্চুরি অধিকাংশ এসেছে চট্টগ্রামে। বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচে অংশ নিতে ৮ মে ঢাকায় আসছে শ্রীলঙ্কা। ১৫ মে চট্টগ্রামে বাঘ-সিংহ প্রথম টেস্টে মুখোমুখি হবে। এরপর ২৩ মে ঢাকায় অনুষ্ঠিত দ্বিতীয় টেস্ট।
২০১৯ সালের ভারত সিরিজসহ এ পর্যন্ত ১১টি ম্যাচে অধিনায়কত্বে দায়িত্ব পালন করেছেন তিনি। অধিনায়ক হিসেবে প্রথম সিরিজেও সফল ছিলেন না। ভারতের বিপক্ষে প্রথম টেস্টে ৪৪ রান করলেও দ্বিতীয় টেস্টে ফিরেছেন শূন্য রানে। এরপর করোনা মহামারির জন্য ২০২০ সালের সব সিরিজ বাতিল হলেও ২০২১ মাঠে ফিরে ক্রিকেট। অধিনায়ক হিসেবে দ্বিতীয় সিরিজেই প্রথম সাফল্য পান শ্রীলঙ্কার বিপক্ষে। লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্টে প্রথম ইনিংসে খেলেছেন ১২৭ রানের অনবদ্য ইনিংস। এরপর দ্বিতীয় ইনিংসেও ২৩ রানে অপরাজিত ছিলেন। দ্বিতীয় টেস্টের ভাগ্য সহায় ছিল না বিধায় ৪৯ রানে কাটা পড়েছিলেন প্রথম ইনিংসে। দ্বিতীয় ইনিংসে করেছেন ৩২ রান। তৃতীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে করেছেন ৭০ রান। এরপর ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে সিরিজ থেকে তার রান খড়া শুরু হয়। পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট মিলিয়ে করেছেন মাত্র ১৪ রান। সবমিলিয়ে ১১ ম্যাচে করেছেন ৫১০ রান। তবে অধিনায়ক হওয়ার পূর্বের ১১ ম্যাচেও করেছেন ৫০৮ রান। সেদিক থেকে বলা যায়, অধিনায়ক হওয়ার আগের ১১ ম্যাচে রেকর্ড অনুসারে বর্তমানে টাইগারদের এই অধিনায়ক মোটামুটি ভালো অবস্থানে আছেন তিনি। তবে সেই ১১ ম্যাচে ছিল দুটি শতক ও একটি অর্ধশত রানের ইনিংস। যেখানে শেষ ১১ ম্যাচে পেয়েছেন মাত্র একটি সেঞ্চুরি ও একটি হাফসেঞ্চুরি।
কক্সবাজারের সাগরপাড়ের এই ক্রিকেটারের টেস্ট ফরম্যাটে ২০১৩ সালে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক হয়েছে। এখনো পর্যন্ত জাতীয় দলের সাদা পোশাকে ৫১ ম্যাচে করেছেন ৩৫১৪ রান, দেশীয় ক্রিকেটারদের মধ্যে তৃতীয় সর্বোচ্চ রানসংগ্রাহক। যার মধ্যে রয়েছে ১১টি সেঞ্চুরি ও ১৫টি হাফসেঞ্চুরি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম যেন তার জন্য এক অনন্য আশীর্বাদ। কেননা তার ক্যারিয়ারের ১১ টেস্ট সেঞ্চুরির ৭টিই করেছেন এই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। যা ক্রিকেটের কিংবদন্তিদের সঙ্গে তার নাম লিখাতে সাহায্য করেছে। নির্দিষ্ট ভেন্যুতে সেঞ্চুরিতে কিংবদন্তিদের পরই মুমিনুলের অবস্থান। মাহেলা জয়াবর্ধনে কলম্বোতে সবচেয়ে বেশি ১১ সেঞ্চুরি হাঁকিয়েছেন। ডন ব্র্যাডম্যান মেলবোর্নে সেঞ্চুরি পেয়েছেন ৯টি। এছাড়া জ্যাক ক্যালিস কেপটাউনে ৯টি, কুমার সাঙ্গাকারা কলম্বোতে ৮টি, মাইকেল ক্লার্কের অ্যাডিলেডে ৭ সেঞ্চুরি রয়েছে। জয়াবর্ধনে ও সাঙ্গাকারার ৭টি করে শতক আছে গল ক্রিকেট স্টেডিয়ামেও। সবাইকে ছাপিয়ে শীর্ষস্থান দখল করতে চট্টগ্রামে আর মাত্র চারটি সেঞ্চুরি লাগবে বাংলাদেশি এই লিটল ম্যানের। আগামী শ্রীলঙ্কা সফরে সে পরিসংখ্যানকে আরেকটু এগিয়ে রাখার সুবর্ণ সুযোগও আছে তার হাতে। নির্দিষ্ট মাঠে সর্বাধিক সেঞ্চুরির রেকর্ডে একটু পিছিয়ে থাকলেও ম্যাচ খেলার দিক থেকে লঙ্কান কিংবদন্তিদের টপকিয়ে ক্লার্কের পাশে অবস্থান করছেন তিনি। গলে ৭ সেঞ্চুরি পেতে সাঙ্গাকারা ও জয়বর্ধনার খেলেছেন ২৩ ম্যাচ যেখানে মুমিনুল খেলেছেন মাত্র ১০ ম্যাচ। মুমিনুলের প্রথম ১০ সেঞ্চুরির সবই হয়েছে দেশের মাটিতে। বিদেশে মাটিতে কোনো সেঞ্চুরি করার আগে ঘরের মাঠে এমন রেকর্ড অন্য কোনে ক্রিকেটার আজ পর্যন্ত গড়তে পারেনি। সাবেক ইংলিশ ব্যাটসম্যান অ্যালান ল্যাম্ব ক্যারিয়ারে ১৪ সেঞ্চুরির মধ্যে প্রথম ৯টি করেছেন দেশের মাটিতে। দশম সেঞ্চুরিটি করেছেন ওয়েস্ট ইন্ডিজে।
ক্রিকেটের অন্য দুই ফরম্যাটে সেভাবে সুযোগ না পেলেও তিনি এখন টাইগারদের সাদা পোশাকে নেতৃত্ব দিচ্ছেন। ২০১৯ সালে সাকিব আল হাসান নিষেধাজ্ঞায় পড়ার পর থেকেই টাইগারদের সাদা পোশাকের দায়িত্ব তার হাতে তুলে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নেতৃত্বে আর্মব্যান্ড পরার পর থেকে সাদা পোশাকে চিরচেনা সেই নির্ভরযোগ্য মুমিনুলকে কবে দেখা গেছে তা অনেকেই ভুলতে বসেছে। সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সের জন্য চায়ের কাপে আলোচনায় বারবার উঠে আসছে টাইগারদের সাদা পোশাকের অধিনায়কের নাম। বিশ্বের অন্য ক্রিকেটাররা যখন অধিনায়কত্বের দায়িত্ব পেলে বিষয়টি উপভোগ করে, সেখানে বাংলাদেশের ক্রিকেটাররা অনেকটা ভয়ের চোখে দেখে। সেজন্যই হয়তো অধিনায়কত্ব পাওয়ার পর তাদের চিরচেনা রূপে দেখা যায় না। নিজস্ব বোলিং কিংবা ব্যাটিং স্টাইলেও বেশ পরিবর্তন হয়। তবে সে পরিবর্তন কোনোভাবেই ইতিবাচক হয় না। অন্যদের মতো একই পথে হেঁটেছে মুমিনুল হক সৌরভও। দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষ হওয়ার পর এই আলোচনা আরো বেশ জমে উঠেছে। তবে পরিসংখ্যানে তথ্য অনুসারে মুমিনুল এখনো নিজের জায়গা ধরে রেখেছে।
:: ইফতেখার শিমুল

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়