কিশোরের মৃত্যু : আজমেরী গেøারির দুই চালক কারাগারে

আগের সংবাদ

সিনহা হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত : আদালতে রায় ঘোষণা

পরের সংবাদ

৫ বছর পর ঢাবি হল ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৩১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

ঢাবি প্রতিনিধি : দীর্ঘ পাঁচ বছর পর গতকাল রবিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র প্রাঙ্গণে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ১৮টি হলের সমন্বিত হল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় হল শাখা ছাত্রলীগের সম্মেলনে নতুন নেতাদের আদর্শবাদী নেতা হয়ে দেশের সেবা করার আহ্বান জানান বক্তারা। একই সঙ্গে বাংলাদেশকে নিয়ে দেশে-বিদেশে যে ষড়যন্ত্র হচ্ছে, অপপ্রচার চলছে তা রাজপথে থেকে ছাত্রলীগকেই মোকাবিলা করার আহ্বান জানানো হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উপস্থিত থাকার কথা থাকলেও শারীরিক অসুস্থতার কারণে তিনি আসেননি। বিশেষ অতিথি ছিলেন ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। সম্মেলনে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতি বরিকুল ইসলাম বাঁধন।
করোনা পরিস্থিতি বিবেচনায় অন্তত এক ডোজ টিকা নেয়া নেতাকর্মীদের নিয়ে হল শাখা ছাত্রলীগের এই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ পাঁচ বছর পর হল কমিটির নতুন নেতৃত্ব নির্বাচন করতে এই সম্মেলন হয়। সম্মেলনে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাকর্মী, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মী, পদপ্রত্যাশী নেতাকর্মী, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
এর আগে সম্মেলন উপলক্ষে ১৮ হলে কর্মিসভা করেন তারা। সম্মেলন শেষে বিদ্যমান সব হল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। সম্মেলনের প্রথম ধাপ শেষে আগামী এক সপ্তাহের মধ্যে নতুন নেতৃত্বের ঘোষণা দেয়া হবে বলে জানানো হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়