কিশোরের মৃত্যু : আজমেরী গেøারির দুই চালক কারাগারে

আগের সংবাদ

সিনহা হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত : আদালতে রায় ঘোষণা

পরের সংবাদ

সাংবাদিকের ওপর হামলা : যুবলীগ নেতা মাসুদ ও সহযোগীর জামিন

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৩১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : সাংবাদিক এমদাদুল হক খানকে মারধর ও তার মোটরসাইকেল ভাঙচুরের মামলায় রমনা থানা যুবলীগের সাবেক সহসভাপতি খোরশেদুল আলম মাসুদ ও তার সহযোগী ইয়াসিন মোল্লাকে জামিন দিয়েছেন আদালত। জামিনে বাদীর কোনো আপত্তি না থাকায় গতকাল রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সৈয়দ রেজা নূর আসামিদের জামিন দেন।
সাংবাদিক এমদাদুল হক খান আদালতে বলেন, ‘মাসুদের স্ত্রী আমার সহকর্মী। আসামিরা জামিনে মুক্তি পেলে আমার কোনো আপত্তি বা অভিযোগ নেই। তবে পরবর্তী সময়ে আসামিদের সঙ্গে সুষ্ঠু মীমাংসা না হওয়া পর্যন্ত মামলা চলবে।’ আসামিপক্ষের আইনজীবীও জামিনের জোর দাবি জানান। এ পরিপ্রেক্ষিতে বিচারক দুই আসামিকে জামিন দেন। এর আগে সাংবাদিক এমদাদুল হকের ফ্ল্যাটে ঢুকে স্ত্রীসহ তাকে মারধর, স্ত্রীর গলার চেইন ছিনতাই ও তার বাইক ভাঙচুরের ঘটনায় হাতিরঝিল থানায় মামলা করা হলে গত শুক্রবার আসামিদের গ্রেপ্তার করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়