কিশোরের মৃত্যু : আজমেরী গেøারির দুই চালক কারাগারে

আগের সংবাদ

সিনহা হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত : আদালতে রায় ঘোষণা

পরের সংবাদ

পাবনায় তিন উন্নয়ন কাজ উদ্বোধন

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৩১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

পাবনা প্রতিনিধি : পৌর ও সদর উপজেলায় ২টি রাস্তা মেরামত ও একটি স্কুলের ভবন কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে পৌর এলাকার আটুয়া দক্ষিণপাড়া জামে মসজিদ হতে হাজীপাড়া রাস্তা পর্যন্ত গাইড ওয়াল রাস্তা নির্মাণ এবং উপজেলার হেমায়েতপুর বোর্ড ঘর সড়ক থেকে পাবনা পাকশী আরএইচডি বেতিপাড়া এ ২টি রাস্তা মেরামত কাজের উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন- পাবনা পৌরসভার মেয়র শরিফ উদ্দিন প্রধান, সিটি কলেজের অধ্যক্ষ সুজন মাহমুদ, জিসিআই স্কুলের প্রধান শিক্ষক ওয়াজ-উল হক, জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক সরদার মিঠু আহমেদ, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক জামিরুল ইসলাম মাইকেল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাজাহান মামুন, উপজেলা নেতা শেখ রাসেল আলী মাসুদ, হিরোক হোসেন, পৌর আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান রকি প্রমুখ। এরপর শহরের জিসিআই স্কুলের চারতলা বিশিষ্ট একতলা ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন তিনি। সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে শিক্ষাপ্রতিষ্ঠানে যুগান্তকারী পরিবর্তন এসেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়