কিশোরের মৃত্যু : আজমেরী গেøারির দুই চালক কারাগারে

আগের সংবাদ

সিনহা হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত : আদালতে রায় ঘোষণা

পরের সংবাদ

দৌলতখান হাসপাতালে শিশু রোগীর ভিড়

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৩১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

দৌলতখান (ভোলা) প্রতিনিধি : দৌলতখানে শীতজনিত রোগের প্রাদুর্ভাব বেড়েছে। ঘরে ঘরে দেখা দিয়েছে জ¦র, সর্দি ও কাশি। শিশু ও বয়স্করা বেশি আক্রান্ত হচ্ছে এসব রোগে। উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত এক সপ্তাহে এসব রোগে আক্রান্ত হয়ে দৌলতখান হাসপাতালে দুই শতাধিক শিশু ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। হাসপাতালে প্রতিদিন বহির্বিভাগে ১৫০ থেকে ২০০ জন শিশু রোগী চিকিৎসা নিচ্ছে। এছাড়া প্রতিদিন গড়ে ২০ থেকে ৩০ জন শিশু রোগী ভর্তি হচ্ছে। হঠাৎ করে শীতের প্রকোপ বেড়ে যাওযায় দৌলতখান হাসপাতালে শিশু রোগীদের চাপে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। এবার তীব্র শীতে মানুষ কাহিল হয়ে পড়েছেন। এতে মানুষের রোগবালাই বাড়তে থাকে। অনেকে অসুস্থ হয়ে বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন, আবার কেউ কেউ হাসপাতালে ভর্তি হচ্ছেন। অবশ্য এসব রোগে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। বর্তমানে দৌলতখান হাসপাতালে ভর্তি শিশু রোগীর সংখ্যাই বেশি। এদের অধিকাংশই জ¦র, সর্দি ও শ্বাসকষ্টে আক্রান্ত। হাসপাতালে চিকিৎসা নিতে আসা উপজেলার চরখলিফা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গৃহবধূ শারমিন বেগম জানান, তার দুই মাস বয়সি মেয়ে ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হয়। পরে জ¦র দেখা দিলে তাকে নিয়ে তিন দিন ধরে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করাচ্ছেন। দৌলতখান পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের লাইজু তার ৫ মাস বয়সি মেয়েকে নিয়ে ছয় দিন ধরে হাসপাতালে আছেন। শিশুটি ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। তাদের মতো আরো অনেক অভিভাবক অসুস্থ সন্তানদের হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা করাচ্ছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনিসুর রহমান বলেন, হাসপাতালে পর্যাপ্ত ওষুধ সরবরাহ রয়েছে। শিশু রোগীরা পর্যাপ্ত চিকিৎসাসেবা পাচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়