কিশোরের মৃত্যু : আজমেরী গেøারির দুই চালক কারাগারে

আগের সংবাদ

সিনহা হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত : আদালতে রায় ঘোষণা

পরের সংবাদ

দুপচাঁচিয়ায় পাইপে আটকে কিশোরীর মৃত্যু

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৩১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়ায় গভীর নলকূপের ডেলিভারি পাইপের ভেতর আটকে গত শনিবার দুপুরে রেহেনা খাতুন রেইন (১২) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। নিহত রেইন উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের আলতাফনগর বাজার এলাকার রেজাউল করিমের মেয়ে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে কোনো এক সময় বাড়ির পাশে মহুয়াকুড়ি এলাকায় অবস্থিত গভীর নলকূপের পাইপের ভেতর রেইন ঢুকে আটকে পড়ে। পরিবারের লোকজন তাকে খোঁজ করে দেখতে পায়, সে পাইপের মধ্যে আটকে রয়েছে। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে রেইনের আটকে পড়া স্থান নির্ধারণ করে পাইপ ভেঙে মৃত অবস্থায় তাকে উদ্ধার করে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গোবিন্দপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মুনছুর আলী বলেন, নিহত রেইন মানসিক ও শারীরিক প্রতিবন্ধী ছিল। সে হামাগুড়ি দিয়ে চলাফেরা করত। পরিবারের সবার অগোচরে সে ওই পাইপের মধ্যে হামাগুড়ি দিয়ে ঢুকে আটকে যায়।
দুপচাঁচিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের লিডার ময়নুল ইসলাম জানান, রেইন পাইপে আটকে পড়ার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পাইপ ভেঙে তাকে মৃত অবস্থায় উদ্ধার করি। পরে নিহতের পরিবার সূত্রে জানতে পারি রেইন মানসিক ও শারীরিক প্রতিবন্ধী ছিল।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়