কিশোরের মৃত্যু : আজমেরী গেøারির দুই চালক কারাগারে

আগের সংবাদ

সিনহা হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত : আদালতে রায় ঘোষণা

পরের সংবাদ

দশমিনায় ১১ মণ জাটকা জব্দ

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৩১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি : দশমিনা থেকে ঢাকায় পাচারকালে ১১ মণ জাটকা (ইলিশ) আটক করেছে পুলিশ। এ সময় রনগোপালদী ইউনিয়নের পঞ্চম আলীর ছেলে তুহিন নামে একজনকে আটক করা হয়।
থানা সূত্রে জানা গেছে, গতকাল রবিবার দুপুরে দশমিনা উপজেলা সদর থেকে একটি ট্রাকে করে ১১ মণ জাটকা ঢাকায় পাচারকালে গোপন সংবাদের ভিত্তিতে দশমিনা থানা পুলিশ ট্রাকে অভিযান চালায়। এ সময় একটি ট্রাক থেকে ১১ মণ জাটকাসহ তুহিন নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল কাইয়ুম মোবাইল কোর্টে আটককৃত তুহিনকে এক হাজার টাকা জরিমানা এবং জব্দ জাটকা উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে। দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, জাটকার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়