কিশোরের মৃত্যু : আজমেরী গেøারির দুই চালক কারাগারে

আগের সংবাদ

সিনহা হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত : আদালতে রায় ঘোষণা

পরের সংবাদ

টাইগার যুবাদের স্বপ্নভঙ্গ

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৩১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে হেরে শিরোপা ধরে রাখার সুযোগ থেকে ছিটকে গেছে বাংলাদেশ। গত শনিবার অ্যান্টিগায় রাকিবুল হাসানের দল হেরেছে ৫ উইকেটের ব্যবধানে। কোয়ার্টার ফাইনাল ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নেমে ভারতের বোলারদের দাপটে মাত্র ১১১ রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশের যুবারা। জবাব দিতে নেমে ১১৫ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত অনূর্ধ্ব-১৯ দল। কদিন আগে যুব এশিয়া কাপের সেমিফাইনালেও বাংলাদেশকে হারিয়েছিল ভারত। টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় গত আসরের রানার্সআপরা। শেষ আসরে ভারত বাংলাদেশকে পরাজিত করতে না পারলেও গতকাল ইনিংসের শুরু থেকেই বাংলাদেশকে চাপে রেখেছিল। ইনিংসের দ্বিতীয় ওভারেই তুলে নেয় যুবা টাইগারদের প্রথম উইকেট। দ্বিতীয় উইকেটে ইফতেখারও মাঠে দাঁড়াতে পারেননি। দলীয় তিন রানে প্রথম উইকেটের পতন হওয়ার পর ষষ্ঠ ওভারে দলীয় ১২ রানে সাজঘরে ফেরেন ইফতেখার হোসেন। দলীয় মাত্র ১২ রানের মধ্যে দুই ওপেনার মাহফিজুল ইসলাম ২ রান ও ইফতেখার হোসেন ১ রানে রবি কুমারের বলে আউট হন। দুই ওপেনার হারানোর পর যে ব্যাটিং বিপর্যয় শুরু হয়েছে, সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেননি তারা। ১৯ বলে ৭ রান করে আউট হন প্রান্তিক নওরোজ নাবিলও। মাঝে কিছুক্ষণ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন আইচ মোল্লা। কিন্তু ৪৮ বলে ১৭ রান করে রানআউট হন তিনি। ৫৬ রানেই ৭ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশের যুবারা। এরপর ধীর পায়ে প্রতিরোধ ব্যুহ গড়ে তোলার লড়াই চালিয়ে গিয়েছিলেন মেহরাব ও আশিকুর। দুজনে গড়ে তোলেন ৫১ রানের জুটি। কিন্তু ৪৮ বলে ৩০ রান করেই ডাউন দ্য উইকেটে এসে খেলতে যান মেহরাব। বল মিস করার সঙ্গে সঙ্গে স্টাম্পিংয়ের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন তিনি। ২৯ বলে ১৬ রান করে রানআউট হন আশিকুরও। বাংলাদেশের ইনিংসটাও আর লম্বা হয়নি, থামতে হয় ১১১ রানে। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন আট নম্বরে নামা মেহরাব হাসান। আর কেবল দুই ব্যাটসম্যান যেতে পারেন দুই অঙ্কে। ভারতের পক্ষে ৭ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছেন রাবি কুমার। ২৫ রান খরচায় দ্বিতীয় সর্বোচ্চ দুটি উইকেট তুলে নেন ভিকি ওসওয়াল। ১১২ রানের সহজ টার্গেট মোকাবিলা করতে গিয়ে ভারতকেও বেশ বেগ পোহাতে হয়েছে। যুবা টাইগার বোলাররা ভারতীয়দের সহজেই জয় তুলে দিতে দেননি। ১১২ রান তুলতে গিয়ে ভারতের হারাতে হয়েছে ৫টি উইকেট। স্কোর বোর্ডে রানের চাকা সচল হওয়ার আগেই সাকিবের বলে সচল হয়েছিল উইকেটের চাকা। ইনিংসের দ্বিতীয় ওভারে তানজিম হাসান সাকিব ভারত ওপেনার হারনুর সিংকে সাজঘরে ফিরিয়ে দিয়েছেন শূন্য রানে। নতুন বলে বাংলাদেশ পেস জুটির তোপে ভারতের প্রথম রানের জন্য অপেক্ষা করতে হয়েছে ১৫ বল পর্যন্ত। প্রথম বাউন্ডারির জন্য তারা অপেক্ষা করেছে ২০তম বল পর্যন্ত। এরপর দলের হাল ধরেন শেখ রশিদ ও আঙ্কিস রাঘুবংশী। একটু থিতু হয়ে রানের চাকা সচল করলেও দ্বিতীয় উইকেটের এই জুটির ৭০ রান ভারতকে জয়ের বন্দরে পৌঁছতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উদ্বোধনী ব্যাটসম্যান আঙ্কিস রাঘুবংশী ৪৪ রান করে ভারতের বাকি ব্যাটসম্যানদের কাজটা আরো সহজ করে দেয়। বাংলাদেশের সামান্য পুঁজি নিয়ে ভারত শিবিরে ভয়ংকর আঘাত হেনেছিলেন রিপন মন্ডল। ভারতীয় স্কোর বোর্ডে ৭০ রান থেকে ৯৭ রান হওয়া পর্যন্ত ২৭ রানের ব্যবধানে রিপন মন্ডলের ভয়ংকর বোলিংয়ে সাজঘরে ফিরেছে চার চারটি উইকেট। কিন্তু লক্ষ্যটা এতই কম যে টাইগার বোলারদের বেশি কিছু করার ছিল না। ২৬ বলে ২০ রান করে অপরাজিত থেকে দলকে লক্ষ্যে পৌঁছে দেন ভারতীয় অধিনায়ক ঢুল। এই জয়ে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গত আসরের চ্যাম্পিয়ন ছিল বাংলাদেশ। বিশ্বকে অবাক করে দিয়ে উনিশের হাত ধরে বিশে এদেশে এসেছিল একটি বিশ্বকাপ। আকবর আলীর নেতৃত্বে ট্রফি নিয়ে গত আসর শেষ করেছিলেন যুবা টাইগাররা। পচেস্টর্ম থেকে ভারত যুবাদের বিপক্ষে শ্রেষ্ঠত্বের লড়াইয়ে বাংলাদেশ এগিয়ে থেকেছে কলকাতার তিন দলের টুর্নামেন্ট পর্যন্ত। গত ডিসেম্বরে কলকাতায় ভারত অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে ট্রফি জয়ের আত্মতুষ্টিতে বাংলাদেশ যুবারা শিক্ষা পেয়েছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের কাছে ১১৩ রানে হেরে। এই হারটাই আত্মবিশ্বাসে ফাটল ধরিয়ে দিয়েছিল। ইংল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ যাত্রা, গ্রুপ রানার্সআপ হয়ে কোয়ার্টার ফাইনালে ভারতের মুখোমুখি হয়ে এশিয়া অনূর্ধ্ব-১৯ ক্রিকেটে হারের বদলা নিতে পারেননি বাংলাদেশ যুবারা। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২২ আসরের আয়োজক ওয়েস্ট ইন্ডিজ। ১৪ জানুয়ারি শুরু হওয়া বিশ্বকাপে এই আসরে বাংলাদেশ বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে অংশগ্রহণ করলেও প্রথম ম্যাচেই ইংল্যান্ডের কাছে লজ্জাজনক হার বরণ করতে হয়েছে। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ালেও যুবা টাইগারদের বিশ্বকাপ ছোঁয়ার স্বপ্ন ভাঙে কোয়ার্টার ফাইনালে। কোয়ার্টার ফাইনালে হারলেও বিশ্বকাপ শেষ হচ্ছে না এখানেই। আরেক কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে পাকিস্তান। তাদের বিপক্ষে আজ সন্ধ্যায় সুপার লিগ প্লে অফ সেমিতে লড়বেন বাংলাদেশের যুবারা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়