কিশোরের মৃত্যু : আজমেরী গেøারির দুই চালক কারাগারে

আগের সংবাদ

সিনহা হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত : আদালতে রায় ঘোষণা

পরের সংবাদ

কুয়াকাটার বীর মুক্তিযোদ্ধা লতিফ বয়াতি মারা গেছেন

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৩১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের ফাঁসিপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আ. লতিফ বয়াতি মারা গেছেন।
গতকাল রবিবার বেলা ১১টায় কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বাদ আসর রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সম্মান প্রদর্শন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর।
ভারতে প্রশিক্ষণপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা আ. লতিফ মৃত্যুকালে স্ত্রী, তিন মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আবু হাসনাত মো. শহীদুল হকের উপস্থিতিতে মহিপুর থানার ওসি মো. আবুল খায়ের কাওছারের নেতৃত্বে পুলিশ সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন।
এ সময় কলাপাড়া উপজেলার বীর মুক্তিযোদ্ধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এরপর জানাজা শেষে বীর মুক্তিযোদ্ধাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়