কিশোরের মৃত্যু : আজমেরী গেøারির দুই চালক কারাগারে

আগের সংবাদ

সিনহা হত্যাকাণ্ড পূর্বপরিকল্পিত : আদালতে রায় ঘোষণা

পরের সংবাদ

এসসিবির ৪০তম এজিএম অনুষ্ঠিত

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৩১, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের (এসসিবি) ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বেলা সাড়ে ১২টায় রাজধানীর ধানমন্ডিতে র‌্যাংগস ফরচুন স্কয়ারে প্রতিষ্ঠানটির নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা হয়।
এসসিবির চেয়ারম্যান মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে করোনাসহ অন্যান্য অসুস্থতার কারণে এ পর্যন্ত নিহত শিল্পপতি ও ব্যবসায়ীদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় কোভিড-১৯ পরিস্থিতিতে দেশের সড়ক, নৌ, রেলওয়ে পরিবহন ও বন্দর ব্যবস্থাপনাসহ দেশের সার্বিক অর্থনৈতিক অবস্থা এবং এসসিবির কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়। এছাড়া এশিয়ান শিপার্স এলায়েন্স এবং গেøাবাল শিপার্স এলায়েন্সের সঙ্গে কাউন্সিলের কর্মকাণ্ডের সম্পৃক্ততা ও অগ্রগতি নিয়েও আলোচনা হয় সভায়।
আলোচ্য সূচি অনুযায়ী গত বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী, পরিচালনা পর্ষদের বার্ষিক প্রতিবেদন-২০২১, অডিটকৃত ২০২০-২১ অর্থবছরের ব্যালেন্স শিট ও হিসাব বিবরণী অনুমোদন এবং ২০২১-২২ অর্থবছরের জন্য অডিটর নিয়োগ ও তাদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়। ২০২২ এবং ২০২৩ মেয়াদের নবনির্বাচিত অফিস বেয়ারার ও পরিচালকদের নাম ঘোষণা করেন কাউন্সিলের নির্বাচন বোর্ডের সদস্য বিনয় কৃষ্ণ মণ্ডল।
নবনির্বাচিত অফিস বেয়ারাররা হলেন- চেয়ারম্যান মো. রেজাউল করিম (স্বত্বাধিকারী, এসএন জুট ইন্টারন্যাশনাল), সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. আরিফুল আহ্সান (চেয়ারম্যান, সিল্ক কন্টেইনার লাইন্স লি.), ভাইস চেয়ারম্যান এ কে এম আমিনুল মান্নান (খোকন) (স্বত্বাধিকারী, ইস্ট ওয়েস্ট জুট ট্রেডিং কো.)। পরিচালকরা হলেন- মো. মুনির হোসেন (পরিচালক, ড্রেস ওয়ার্ল্ড লি.), আরজু রহমান ভূঁইয়া (স্বত্বাধিকারী, আরজু জুট ট্রেডার্স), সৈয়দ মো. বখতিয়ার (চেয়ারম্যান, একটিভ লজেস্টিক্স), মো. নুরুচ্ছাফা বাবু (পরিচালক, ইলেক্ট্রো মার্ট লি.), জিয়াউল ইসলাম (পার্টনার, এম এস ফ্যাশন্স), গণেশ চন্দ্র সাহা (ম্যানেজিং পার্টনার, ইন্টারন্যাশনাল জুট ট্রেডার্স), আতাউর রহমান খান (স্বত্বাধিকারী, এ আর খান এন্ড কো.) এবং কে. এম. আরিফুজ্জামান (স্বত্বাধিকারী, কিং ওশান শিপিং লাইন্স)।
পরে নবনির্বাচিত অফিস বেয়ারার ও পরিচালকরা দায়িত্ব বুঝে নেন। কঠোর পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য পূর্ববর্তী পরিচালনা পর্ষদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন চেয়ারম্যান মো. রেজাউল করিম। এছাড়া এসসিবির সব কর্মকর্তা ও কর্মচারীকে তার মেয়াদে সর্বাত্মক সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়