অনেকেই মেলা প্রাঙ্গণে ঘুরে বেড়ান ও সেলফি তোলেন : ছুটির দিনে বাণিজ্যমেলায় উপচে পড়া ভিড়

আগের সংবাদ

ঘরে ঘরে সর্দি কাশি জ্বর : নমুনা পরীক্ষায় ৮০ শতাংশেরই করোনা > ‘পজেটিভ’ হওয়ার ভয়ে নমুনা পরীক্ষায় অনাগ্রহ

পরের সংবাদ

হেলপার বাস চালিয়ে চাপা দিল তিন অটোরিকশাকে : গুরুতর আহত ৩

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৩০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

এম কে রানা, বরিশাল থেকে : বরিশাল নগরীর কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনালে ঢাকাগামী সাকুরা পরিবহনের একটি বাস তিনটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দিয়েছে। এতে ওই তিনটি গাড়ির চালকসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। তবে এতে কেউ নিহত হয়নি। গত শুক্রবার রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) সুমন জানান, এক্সপ্রেস নামের একটি গাড়ির হেলপার থামিয়ে রাখা সাকুরা পরিবহনের বাস চালানোর চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা তিনটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে গাড়ি তিনটি দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় অভিযুক্ত হেলপার জীবন ও সাকুরা পরিবহনের বাসটি আটক করা হয়েছে। সাকুরা পরিবহনের গাড়ির যাত্রীদের আরেকটি গাড়িতে করে ঢাকায় পৌঁছে দেয়ার ব্যবস্থা করা হয়। আহতদের উদ্ধার করে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- ভোলা জেলার চরফ্যাশন উপজেলার রতন (৫০), খুলনা জেলার খালিসপুরের শাহরিয়ার (২৮) এবং বরিশাল জেলার উজিরপুর উপজেলার বেল্লাল (৩৫)। আহত তিনজনের মধ্যে একজনের পা ভেঙে গেছে, বাকি দুজন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়