অনেকেই মেলা প্রাঙ্গণে ঘুরে বেড়ান ও সেলফি তোলেন : ছুটির দিনে বাণিজ্যমেলায় উপচে পড়া ভিড়

আগের সংবাদ

ঘরে ঘরে সর্দি কাশি জ্বর : নমুনা পরীক্ষায় ৮০ শতাংশেরই করোনা > ‘পজেটিভ’ হওয়ার ভয়ে নমুনা পরীক্ষায় অনাগ্রহ

পরের সংবাদ

সরাইলে চোলাই মদসহ ৩ জন আটক

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৩০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া : জেলার সরাইল উপজেলায় ৭০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে গতকাল শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
তারা হলেন- উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের মলাইশ পূর্বপাড়ার মৃত চিকন্ত চন্দ্র দাসের ছেলে টিটন চন্দ্র দাস (৪৫), ওয়ারিশ দাসের ছেলে জয় কৃষ্ণ (৩৫), মৃত কমল কান্ত দাসের ছেলে প্রতুষ দাস (৩৫)।
পুলিশ জানায়, রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের মলাইশ পূর্বপাড়া টিটন চন্দ্র দাসের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। এ সময় তার বসতঘর থেকে দেশীয় তৈরি ৭০ লিটার চোলাই মদসহ ৩ জনকে আটক করা হয়।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম হোসেন জানান, দীর্ঘদিন ধরে তারা চোলাই মদ বিক্রি করে আসছে। তারা খুবই চতুর। তারা বিভিন্ন সোর্সের মাধ্যমে অভিযানের অগ্রিম খবর পেয়ে যায়। এবার তাদের কৌশলে ধরা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়