অনেকেই মেলা প্রাঙ্গণে ঘুরে বেড়ান ও সেলফি তোলেন : ছুটির দিনে বাণিজ্যমেলায় উপচে পড়া ভিড়

আগের সংবাদ

ঘরে ঘরে সর্দি কাশি জ্বর : নমুনা পরীক্ষায় ৮০ শতাংশেরই করোনা > ‘পজেটিভ’ হওয়ার ভয়ে নমুনা পরীক্ষায় অনাগ্রহ

পরের সংবাদ

প্রিমিয়ার লিগ গড়াবে চার ভেন্যুতে

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৩০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : স্বাধীনতা ও ফেডারেশন কাপের পর প্রিমিয়ার লিগ মাঠে গড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আগামী ৩ ফেব্রুয়ারি থেকে ঘরোয়া ফুটবলের সর্বোচ্চ আসর শুরুর সিদ্ধান্ত নিয়েছে বাফুফের পেশাদার লিগ কমিটি। সম্প্রতি করোনা ভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে প্রিমিয়ার লিগের ভেন্যু কমিয়ে দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রফেশনাল লিগ কমিটি। গতকাল প্রফেশনাল লিগ কমিটির জরুরি সভায় চার ভেন্যুতে খেলা শুরুর সিদ্ধান্ত নিয়েছে লিগ কমিটি। তবে করোনার প্রকোপ কমে গেলে আবার দূরের ভেন্যুতে খেলা শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহসভাপতি ও প্রফেশনাল লিগ কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী। যে চারটি ভেন্যুতে খেলা শুরু হবে বলে কমিটি সিদ্ধান্ত নিয়েছে সেগুলো হলো- বসুন্ধরা কিংস কমপ্লেক্স, টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়াম, মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়াম এবং বাংলাদেশ আর্মি স্টেডিয়াম। এর আগে ঢাকাসহ ৭টি ভেন্যুতে এই আসরের প্রিমিয়ার লিগ শুরু করার ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রফেশনাল লিগ কমিটি। বর্তমানের ৪টি ভেন্যুতে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামের নাম থাকলেও পূর্বে ঘোষিত ৭ ভেন্যুর তালিকায় এর নাম ছিল না। প্রথমে ঘোষিত ভেন্যু থেকে যেসব বাদ পড়েছে তা হলো- রাজশাহী স্টেডিয়াম, সিলেট জেলা স্টেডিয়াম, গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম এবং কুমিল্লা ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম। এই জানুয়ারিতেই প্রিমিয়ার লিগ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এ মাসেই ফিফা উইন্ডোতে বালিতে আগামী ২৪ ও ২৭ জানুয়ারি স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে দুটি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। এ কারণে লিগ ফেব্রুয়ারিতে আয়োজনের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন মুর্শেদী। কিন্তু বাংলাদেশের সব ফুটবলারকে দুই ডোজ ভ্যাকসিন না দেয়ার কারণে ইন্দোনেশিয়া এই আয়োজনটি বাতিল করেছে। প্রিমিয়ার লিগে গত আসরে শিরোপা জিতেছিল বসুন্ধরা কিংস। ১৩ দলের মধ্যে তলানিতে থেকে শেষ করেছিল ব্রাদার্স ইউনিয়ন। ২০০৭ সাল থেকে প্রিমিয়ার লিগ নামকরণের পর থেকে এ পর্যন্ত ১৩ আসরের মধ্যে সর্বোচ্চ ছয়বার সেরা হয়েছে আবাহনী লিমিটেড। ২০১৭-১৮ মৌসুমে সবশেষ লিগ শিরোপার স্বাদ পেয়েছিল তারা। এবারো অবশ্য আবাহনীর সামনে দারুণ প্রাপ্তির হাতছানি আছে। স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপের শিরোপা জেতায় মারিও লামোসের দলের সামনে সুযোগ আছে ঘরোয়া ট্রেবল জয়ের।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়