অনেকেই মেলা প্রাঙ্গণে ঘুরে বেড়ান ও সেলফি তোলেন : ছুটির দিনে বাণিজ্যমেলায় উপচে পড়া ভিড়

আগের সংবাদ

ঘরে ঘরে সর্দি কাশি জ্বর : নমুনা পরীক্ষায় ৮০ শতাংশেরই করোনা > ‘পজেটিভ’ হওয়ার ভয়ে নমুনা পরীক্ষায় অনাগ্রহ

পরের সংবাদ

পীরগাছায় বাণিজ্যমন্ত্রী : গ্রামেও পৌঁছে গেছে উন্নত চিকিৎসাসেবা

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৩০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

পীরগাছা (রংপুর) প্রতিনিধি : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আমাদের দেশে এখন ভালো মানের চিকিৎসাসেবা হচ্ছে। বড় বড় ডাক্তাররা গুরুত্বপূর্ণ অপারেশনসহ চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। সেই ধারাবাহিকতায় গ্রামেও পৌঁছে গেছে উন্নত মানের চিকিৎসাসেবা। বঙ্গবন্ধুর সোনার বাংলায় সর্বস্তরের মানুষকে সুস্থ রাখতে সরকারি চিকিৎসা কেন্দ্রের পাশাপাশি বিভিন্ন সংস্থা ফ্রি চিকিৎসার হাত বাড়িয়ে দিয়েছে। গতকাল শনিবার সকালে পীরগাছা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দিনব্যাপী ফ্রি চিকিৎসাসেবার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রীর স্ত্রী মালবিকা মুন্সি ও রোটারি ক্লাব ঢাকা রোজ ভেল-এর সৈয়দা সামিরা রহমানের সার্বিক তত্ত্বাবধানে ১১টি বুথে হতদরিদ্র শিশু, গাইনি, সার্জারি ও মেডিসিন বিভাগের চিকিৎসকরা আগত রোগীদের চিকিৎসা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন- পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ শামছুল আরেফিন, রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. বিমল চন্দ্র রায়, অধ্যাপক শাহ সরোয়ার জাহান (মেডিসিন বিভাগ) প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়