অনেকেই মেলা প্রাঙ্গণে ঘুরে বেড়ান ও সেলফি তোলেন : ছুটির দিনে বাণিজ্যমেলায় উপচে পড়া ভিড়

আগের সংবাদ

ঘরে ঘরে সর্দি কাশি জ্বর : নমুনা পরীক্ষায় ৮০ শতাংশেরই করোনা > ‘পজেটিভ’ হওয়ার ভয়ে নমুনা পরীক্ষায় অনাগ্রহ

পরের সংবাদ

দেখার হাওরে ফসল রক্ষা বাঁধ পরিদর্শনে জেলা প্রশাসক : দ্রুত শেষ করার তাগিদ

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৩০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি : শান্তিগঞ্জ উপজেলার দেখার হাওরে ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। গতকাল শনিবার দুপুর ১টায় উপজেলার জয়কলস ইউনিয়নের আস্তমা গ্রামের উত্তরে মহাসিং নদীর তীরে দেখার হাওরের ৪২, ৪৩, ৪৪ ও ৫০নং পিআইসির কাজ পরিদর্শন করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার উজ জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহাদাৎ হোসেন ভূইয়া, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মাহবুব আলম, সার্ভেয়ার সোহানুর আলম, পিআইসি কমিটির সভাপতি জামিরুল হক, সদস্য সচিব জসিম উদ্দিন প্রমুখ।
পরিদর্শনকালে জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, দেখার হাওর চার উপজেলা শান্তিগঞ্জ, সুনামগঞ্জ, ছাতক ও দোয়ারা বাজার উপজেলা শস্য ভাণ্ডার এটি। ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করে যা দেখেছি, ভালোই হচ্ছে কাজ। তবে দ্রুত সময়ের মধ্যে কাজ সমাপ্ত করতে সংশ্লিষ্ট লোকজনদের তাগিদ দেন। আশা করি আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে জেলার সব উপজেলায় ফসল রক্ষা বাঁধ নির্মাণের কাজগুলো সম্পন্ন হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়