অনেকেই মেলা প্রাঙ্গণে ঘুরে বেড়ান ও সেলফি তোলেন : ছুটির দিনে বাণিজ্যমেলায় উপচে পড়া ভিড়

আগের সংবাদ

ঘরে ঘরে সর্দি কাশি জ্বর : নমুনা পরীক্ষায় ৮০ শতাংশেরই করোনা > ‘পজেটিভ’ হওয়ার ভয়ে নমুনা পরীক্ষায় অনাগ্রহ

পরের সংবাদ

চট্টগ্রাম সিপিবি সম্মেলন : অশোক সভাপতি জাহাঙ্গীর সম্পাদক

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৩০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অফিস : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি চট্টগ্রাম জেলা শাখার দ্বাদশ সম্মেলনে অধ্যাপক অশোক সাহা সভাপতি ও মোহাম্মদ জাহাঙ্গীর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত শুক্রবার নগরীর মৈত্রী ভবন মিলনায়তনে দিনব্যাপী সাংগঠনিক অধিবেশন শেষে রাতে প্রতিনিধিদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করা হয়। কমিটিতে সহকারী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নূরুচ্ছফা ভুঁইয়া।
সিপিবির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. শাহ আলম, প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ আল কাফী রতন এবং সদস্য মৃণাল চৌধুরীর উপস্থিতিতে সাংগঠনিক অধিবেশন হয়। ২১ সদস্যের কমিটি গঠনের জন্য ব্যালটে ভোটের মাধ্যমে ১৭ জন সদস্য নির্বাচন করা হয়। এরা হলেন- মৃণাল চৌধুরী, অশোক সাহা, মোহাম্মদ জাহাঙ্গীর, উত্তম চৌধুরী, নূরুচ্ছফা ভুঁইয়া, চন্দন দাশ, দেলোয়ার মজুমদার, রেখা চৌধুরী, সিতারা শামীম, শীলা দাশগুপ্ত, ফরিদুল ইসলাম, রবিউল ইসলাম, রাশিদুল সামির, প্রদীপ ভট্টাচার্য, মাহবুবুল হক চৌধুরী, মো. মছিউদ্দৌলা এবং দিলীপ নাথ। নির্বাচিত ১৭ জন সভায় বসে সভাপতি, সাধারণ সম্পাদক ও সহকারী সাধারণ সম্পাদক নির্বাচন করেন। ২১ সদস্যের কমিটির বাকি চারজনকে পরবর্তীতে কো-অপ্ট করা হবে। এর আগে সকালে নগরীর চেরাগি চত্বরে সম্মেলনের উদ্বোধন হয়।

এদিকে এবার কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম জেলা কমিটি থেকে পৃথক করে আলাদাভাবে চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে সম্মেলন হলেও দক্ষিণের কমিটি গঠনের লক্ষ্যে আলাদা কাউন্সিল হয়। নগরীর হাজারী লেইনস্থ সিপিবি জেলা কার্যালয়ে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে অধ্যাপক কানাইলাল দাশকে সভাপতি ও শওকত আলীকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিউনিস্ট পার্টি চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটি গঠন করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়