অনেকেই মেলা প্রাঙ্গণে ঘুরে বেড়ান ও সেলফি তোলেন : ছুটির দিনে বাণিজ্যমেলায় উপচে পড়া ভিড়

আগের সংবাদ

ঘরে ঘরে সর্দি কাশি জ্বর : নমুনা পরীক্ষায় ৮০ শতাংশেরই করোনা > ‘পজেটিভ’ হওয়ার ভয়ে নমুনা পরীক্ষায় অনাগ্রহ

পরের সংবাদ

অবৈধ অনুপ্রবেশকালে রৌমারীতে ভারতীয় নাগরিক আটক

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৩০, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারী উপজেলার ডিগ্রিরচর সীমান্তে পাষান আলী (৩২) নামে এক ভারতীয় নাগরিককে অবৈধ অনুপ্রবেশকালে আটক করেছে বিজিবি সদস্যরা। গতকাল শনিবার সকাল ৯টার দিকে আন্তর্জাতিক সীমান্ত ১০৫২নং মেইন পিলার দিয়ে বাংলাদেশ অভ্যন্তরে অনুপ্রবেশ করায় তাকে আটক করা হয় বলে জানা গেছে।
আটক ভারতীয় নাগরিক পাষান আলী ভারতের আসাম রাজ্যের ধুবরী জেলার সুখচর থানার কুয়াডাঙ্গা গ্রামের মৃত ছাত্তার আলীর ছেলে বলে জানা গেছে।
বিজিবি জানায়, পাষান আলী অবৈধভাবে ভারতীয় কাঁটাতারের বেড়া ডিঙ্গিয়ে বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশ করলে দাঁতভাঙ্গা ক্যাম্পের হাবিলদার ফরহাদ হোসেনের নেতৃত্বে বিজিবির সদস্যরা সীমান্তে টহলরত অবস্থায় তাকে দেখতে পেয়ে সন্দেহ হলে আটক করেন। সে কী কারণে বাংলাদেশে এসেছে তা জানা যায়নি। রৌমারী থানার ওসি মোন্তাছের বিল্লাহ জানান, বিজিবি কর্তৃক আটক ভারতীয় যুবককে থানায় সোপর্দ করা হয়েছে এবং তাকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়