লাইসেন্স ছাড়াই ৭ বছর ট্রাক চালায় জসিম

আগের সংবাদ

ফাইভ-জিতে অনাগ্রহ কেন : তরঙ্গ নিলামের শর্ত ও নীতিমালা চূড়ান্ত হয়নি > ‘বুঝে-শুনে আগে বাড়তে চায় বেসরকারি অপারেটররা

পরের সংবাদ

সারাদেশেই বাড়ছে করোনা সংক্রমণ

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : স্বাস্থ্যবিধি উপেক্ষা, সচেতনতার অভাব এবং স্থানীয় প্রশাসনের ঢিলেমিতে সারাদেশেই করোনা ভাইরাসের প্রকোপ বাড়ছে। বিশেষ করে, বিভাগীয় শহরগুলোয় করোনা শনাক্তের হার আশঙ্কাজনক হারে বাড়ছে। রাজশাহী জেলায় এরই মধ্যে শনাক্ত ছাড়িয়েছে ৭৮ শতাংশ। রংপুরে করোনা শনাক্তের ঊর্ধ্বগতি চলছে।
রাজশাহীতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। হাসপাতালেও বাড়তে শুরু করেছে করোনা রোগীর সংখ্যা। জেলায় সংক্রমণের হার এরই মধ্যে ৭৮ শতাংশ ছাড়িয়েছে। দেশে করোনার নতুন ধরন ওমিক্রন সংক্রমণের পর রাজশাহীতে একদিনে শনাক্তের সর্বোচ্চ রেকর্ড এটি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সর্বশেষ গত বৃহস্পতিবার রাজশাহীর দুই ল্যাবে ৩৪৫ জনের শরীরে মিলেছে করোনার উপস্থিতি। এদিন ৪৬১ জনের নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৭৪ দশমিক ৮৪ শতাংশ। এর আগের দিন বুধবার রাজশাহীর দুটি ল্যাবে ৩০৪ জনের শরীরে মিলেছে করোনা ভাইরাস। এদিন ৫৪৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার হিসেবে শনাক্তের হার ৫৫ দশমিক ৭৮ শতাংশ।
ল্যাব সূত্র জানায়, মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয় ৫৮ জনের শরীরে। একই সময়ে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে ৩৬৭ জনের নমুনা পরীক্ষা করে করোনা ধরা পড়ে ২৮৭ জনের শরীরে।
এদিকে রামেক হাসপাতালেও বাড়তে শুরু করেছে করোনা রোগী। গত বৃহস্পতিবার সকাল ৯টা থেকে গতকাল শুক্রবার সকাল ৯টা পর্যন্ত রামেক হাসপাতালের করোনা ইউনিটে মারা গেছেন দুজন। হাসপাতালের ২৯ ও ৩০ নম্বর ওয়ার্ডে তারা মারা যান। এদের

মধ্যে করোনা পজিটিভ ছিলেন একজন। তিনি কুষ্টিয়া জেলার বাসিন্দা। এছাড়া করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে মারা গেছেন অন্যজন। তিনি পাবনা থেকে রামেক হাসপাতালে এসেছিলেন।
হাসপাতাল সূত্র জানিয়েছে, ১০৪ শয্যার রামেকের করোনা ইউনিটে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ৪৯ জন। একদিন আগেও এ সংখ্যা ছিল ৪৯। বর্তমানে রাজশাহীর ২৮ জন, চাঁপাইনবাবগঞ্জের পাঁচজন, নওগাঁর তিনজন, নাটোরের চারজন, পাবনার তিনজন, কুষ্টিয়ার তিনজন, সিরাজগঞ্জের একজন, জয়পুরহাটের একজন, ঝিনাইদহের একজন এবং মেহেরপুরের একজন রোগী হাসপাতালটিতে ভর্তি রয়েছেন। এছাড়া হাসপাতালে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ২৮ জন। করোনা উপসর্গ নিয়ে ১৮ জন চিকিৎসা নিচ্ছেন। করোনা ধরা পড়েনি ভর্তি হওয়া তিনজনের। এছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন আটজন। একদিনে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১০ জন রোগী। এ বিষয়ে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, যে কোনো জটিল পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি রাখা হয়েছে। শীতে রোগী বাড়লেও নিয়ন্ত্রণেই রয়েছে। তবে স্বাস্থ্যবিধি মানার ওপর সবার জোর দেয়া উচিত।
রংপুরে সংক্রমণের ঊর্ধ্বগতি : রংপুর বিভাগের আট জেলায় গত ২৪ ঘণ্টায় ৪৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে, যা সাত মাসের মধ্যে সর্বোচ্চ। তাদের মধ্যে ১৬ জনকে আইসিইউতে রাখা হয়েছে। সাত জনের অবস্থা আশঙ্কাজনক। শনাক্তের হার ৪৬ দশমিক ৪৫ শতাংশ।
গতকাল শুক্রবার দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. আবু মো. জাকিরুল ইসলাম এসব তথ্য জানান।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে রংপুরে ১১৯, দিনাজপুরে ১১০, পঞ্চগড়ে ৩১, নীলফামারীতে ৪৬, ঠাকুরগাঁওয়ে ৫৬, লালমনিরহাটে ২৩, কুড়িগ্রামে ২১ ও গাইবান্ধায় ৩২ জন। রংপুর মেডিকেল কলেজ ও দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজের দুটি পিসিআর ল্যাবে ৯৪৩টি নমুনা পরীক্ষায় ৪৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
ডা. জাকেরুল ইসলাম জানান, দীর্ঘ সাত মাস পর রংপুর বিভাগে সর্বোচ্চ করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ১৪ জনকে আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডের আইসিইউতে এবং দুই জনকে রংপুর করোনা ডেডিকেটেড হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। এছাড়া বিভিন্ন হাসপাতালে ৪৭ জন চিকিৎসাধীন আছে।
স্বাস্থ্যবিধি মানার বালাই নেই মোংলায় : বাগেরহাটের মোংলায় কিছু দিন আগেও মানুষের মাঝে মাস্ক ব্যবহারে আগ্রহ ছিল। এখন মাস্ক পরা মানুষ খুব একটা দেখা মিলছে না। সামাজিক দূরত্ব মানার বালাইও নেই। অথচ গত বৃহস্পতিবার ১৮টি নমুনা পরীক্ষায় ৯ জনের করোনা শনাক্তের খবর জানিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
মোংলায় গত দুই বছরে করোনায় ৭০ জন মারা গেছেন। কিন্তু করোনার নিয়ে কারো কোনো ভ্রæক্ষেপ নেই। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জীবিতেষ বিশ্বাস।
তিনি বলেন, দুই দফায় করোনার ভয়াবহতা দেখার পরও মানুষ স্বাস্থ্যবিধি মানছে না।
সরেজমিন দেখা যায়, মোংলা শহরের মামার ঘাট, চৌধুরী মোড়, কলেজ মোড়, হাসপাতা রোড, উপজলো রোড, শেখ আব্দুল হাই সড়ক ও শাহাদাৎ মোড় এলাকাসহ বাজার এলাকায় মাস্ক ছাড়াই চলাফেরা করছে মানুষ। বাজারেও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না।
পথচারী সুকুমার রায়, মফিজুল ইসলাম ও ইব্রাহিম হোসেন বলেন, ‘এখন করোনা কমে গেছে। আক্রান্ত হওয়ার ভয় নেই। তাই মাস্ক ছাড়া বের হয়েছি।’
মোংলা উপজেলা হাসপাতাল সূত্র জানায়, সংক্রমণ উদ্বেগজনক থাকার পরও জীবিকার কথা চিন্তা করে সরকার গত বছরের ১৯ আগস্ট থেকে বিধিনিষেধ শিথিল করে। এরপর স্বাস্থ্যবিধি মানাতে প্রশাসনের কঠোর হওয়ার কথা। কিন্তু কড়াকড়ি আগের মতো চোখে পড়ছে না। শাস্তির ভয় না থাকায় মানুষ স্বাস্থ্যবিধি মানতে উদাসীন।
ময়মনসিংহে করোনায় চারজনের মৃত্যু : ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় চার জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন করোনা পজিটিভ ও তিনজন উপসর্গ নিয়ে মারা গেছেন। করোনা পজিটিভ হয়ে মারা গেছেন ময়মনসিংহ সদরের ফজিলা খাতুন (৮৫)।
হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডাক্তার মহিউদ্দিন খান গতকাল শুক্রবার জানান, গত ২৪ ঘণ্টা নতুন করে ২৩ জন রোগী ভর্তি হয়েছেন। ভর্তিকৃত রোগীর সংখ্যা ৮৭। সুস্থ হয়ে ফিরে গেছেন ১৭ জন। আইসিইউতে চিকিৎসাধীন সাতজন। গত ২৪ ঘণ্টায় ৮৫১টি নমুনা পরীক্ষায় ২৮৪ জনের শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে। শনাক্তের হার ৩৩.৩৭ শতাংশ।
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় শনাক্ত ১১৬৭ : চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে চারজন মারা গেছেন। এ সময় এক হাজার ১৬৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩১ দশমিক ৯৭ শতাংশ। এ নিয়ে এখন পর্যন্ত চট্টগ্রামে এক লাখ ১৭ হাজার ২০০ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে নগরের বাসিন্দা ৮৫ হাজার ৫২৪ জন। বাকিরা বিভিন্ন উপজেলার বাসিন্দা। আর করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট এক হাজার ৩৫৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩০ জন নগরের।
জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেছেন।
সাতক্ষীরায় শনাক্তের হার ৪৮.৮৩ :সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে তিন নারীসহ পাঁচ জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিক্যাল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৬ জানুয়ারি তাদের মৃত্যু হয়। এ নিয়ে জেলায় ২৭ জানুয়ারি পর্যন্ত ভাইরাসটিতে মারা গেছেন মোট ৮৮ জন। করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৭৮৮ জন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়