লাইসেন্স ছাড়াই ৭ বছর ট্রাক চালায় জসিম

আগের সংবাদ

ফাইভ-জিতে অনাগ্রহ কেন : তরঙ্গ নিলামের শর্ত ও নীতিমালা চূড়ান্ত হয়নি > ‘বুঝে-শুনে আগে বাড়তে চায় বেসরকারি অপারেটররা

পরের সংবাদ

সাভার : ৪শ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

সাভার (ঢাকা) প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় প্রায় ৪০০ বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
গত বৃহস্পতিবার সকালে উপজেলার ইয়ারপুর ইউনিয়নের ইউসুফ মার্কেট এলাকায় সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েমের নেতৃত্বে এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এলাকাবাসী জানায়, কয়েকদিন আগে ইউসুফ মার্কেট এলাকায় কয়েকজন অবৈধ গ্যাস সংযোগকারী প্রত্যেক বাসা-বাড়ি থেকে ৪০-৫০ হাজার করে টাকা নিয়ে তিতাসের মূল সংযোগ থেকে নিম্নমানের পাইপ দিয়ে অবৈধ গ্যাস সংযোগ দেন। নিম্নমানের পাইপ হওয়ায় সেগুলো ফেটে গিয়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল। পরে এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে গতকাল সকালে অভিযান চালিয়ে চার শতাধিক বাসা-বাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

সেই সঙ্গে কয়েকশ নিম্নমানের পাইপ ও কিছু রাইজার জব্দ করা হয়। এ সময় আশুলিয়ার নিশ্চিতপুর এলাকায় ফুলকলি নামের এক রেস্টুরেন্টের অবৈধ গ্যাস সংযোগও বিচ্ছিন্ন করা হয়।
অভিযানে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপব্যবস্থাপক আব্দুল মান্নান, আনিসুজ্জামান, সহব্যবস্থাপক সাকিব বিন আব্দুল হান্নান, আল মামুন শেখ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়