লাইসেন্স ছাড়াই ৭ বছর ট্রাক চালায় জসিম

আগের সংবাদ

ফাইভ-জিতে অনাগ্রহ কেন : তরঙ্গ নিলামের শর্ত ও নীতিমালা চূড়ান্ত হয়নি > ‘বুঝে-শুনে আগে বাড়তে চায় বেসরকারি অপারেটররা

পরের সংবাদ

নিতাইগঞ্জে কমতির দিকে সব ধরনের ডালের দাম

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : দেশের বৃহত্তম পাইকারি বাজার নারায়ণগঞ্জের নিতাইগঞ্জে সব ধরনের ডালের দাম কমতে শুরু করেছে। এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজি ডালের দাম কমেছে ৩-৪ টাকা। ব্যবসায়ীরা বলছেন, শীতের সময় বাজারে সবজির সরবরাহ ভালো থাকে। এ কারণে চাহিদা কিছুটা কম।
নিতাইগঞ্জের ডালপট্টি পাইকারি বাজার ঘুরে দেখা যায়, দেশি ডাল বেচাকেনা হচ্ছে ১০২ টাকা কেজি। একই ডাল এক সপ্তাহ আগে বেচাকেনা হয়েছিল ১০৬ টাকা দরে। সে হিসাবে দেশি ডালের দাম কমেছে কেজিতে ৪ টাকা। ভারতের দিল্লি সুপার ডাল বাজারে বেচাকেনা হচ্ছে ১১৪ টাকা ৫০ পয়সা দরে। একই ডাল ১০ দিন আগে বেচাকেনা হয়েছিল ১১৬ টাকা দরে।
বোল্ডার ডাল বেচাকেনা হচ্ছে ৮৭ টাকা ৫০ পয়সা দরে। একই ডাল সাতদিন আগে বেচাকেনা হয়েছে ৯০ টাকা ৫০ পয়সা দরে। এটির দাম কমেছে ৩ টাকা। বোল্ডার ভাঙা ডাল বাজারে বেচাকেনা হচ্ছে ৮৩ টাকা দরে। এক সপ্তাহ আগে এটি বেচাকেনা হয়েছিল ৮৫ টাকা কেজি। অ্যাঙ্কর ডাল বাজারে বেচাকেনা হচ্ছে ৪৫ টাকা কেজি। এক সপ্তাহ আগে বেচাকেনা হয়েছিল ৪৭ টাকা। মুগডাল ৪ টাকা কমে বেচাকেনা হচ্ছে ১০২ টাকা কেজি। এক সপ্তাহ আগে এটি বেচাকেনা হয়েছিল ১০৬ টাকা কেজি।
ডাল ব্যবসায়ীরা বলেন, শীতের সময় বাজারে সবজির সরবরাহ ভালো থাকে। চাহিদা কম থাকার কারণেই ডালের দাম কমতির দিকে। জানুয়ারির শুরুর দিকে ডালের দাম ছিল আকাশচুম্বী।
সে হিসেবে বাজারদর খুবই স্বল্প মাত্রায় কমেছে। দেশি ডাল আসতে শুরু করলে বাজারে দাম আরো কিছুটা কমবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়