লাইসেন্স ছাড়াই ৭ বছর ট্রাক চালায় জসিম

আগের সংবাদ

ফাইভ-জিতে অনাগ্রহ কেন : তরঙ্গ নিলামের শর্ত ও নীতিমালা চূড়ান্ত হয়নি > ‘বুঝে-শুনে আগে বাড়তে চায় বেসরকারি অপারেটররা

পরের সংবাদ

উত্তরা গণভবনের কাছে একদিনের উদ্যোক্তা হাট

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, নাটোর : নাটোরের দিঘাপতিয়ায় একদিনের উদ্যোক্তা হাট অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার দিঘাপতিয়া উত্তরা গণভবনের পাশে এই উদ্যোক্তা হাটের উদ্বোধন করেন বিসিক শিল্পনগরীর সহকারী পরিচালক দিলরুবা দীপ্তি।
জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় এবং বিসিক শিল্পনগরীর আয়োজনে এই উদ্যোক্তা হাটের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর সুবিদ কুমার মৈত্র অলোক, দিঘাপতিয়া এম কে অনার্স কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, বিসিক শিল্প বণিক সমিতির সাধারণ সম্পাদক আফজাল হোসেন, শিল্পোদ্যোক্তা মোস্তাফিজুর রহমান টুটুলসহ অন্যরা। বিসিকের নিবন্ধিত শিল্পদ্যোক্তারা এই উদ্যোক্তা হাটে অংশ নেন।
দিনব্যাপী এই হাটে ২০ জন উদ্যোক্তা নিজ নিজ দোকানের মাধ্যমে তাদের উৎপাদিত দ্রব্যাদি প্রদর্শন ও বিক্রি করেন। প্রতি শুক্রবার এই হাট বসানোর লক্ষ্য নিয়ে স্থানীয় প্রশাসন কাজ করছে বলে জানানো হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়