লাইসেন্স ছাড়াই ৭ বছর ট্রাক চালায় জসিম

আগের সংবাদ

ফাইভ-জিতে অনাগ্রহ কেন : তরঙ্গ নিলামের শর্ত ও নীতিমালা চূড়ান্ত হয়নি > ‘বুঝে-শুনে আগে বাড়তে চায় বেসরকারি অপারেটররা

পরের সংবাদ

আধুনিক চিকিৎসার অঙ্গীকার : মুদাফরগঞ্জ জেনারেল হাসপাতালের যাত্রা শুরু

প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৯, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

মো. হুমায়ুন কবির মানিক, মনোহরগঞ্জ (কুমিল্লা) থেকে : আধুনিক ও মানসম্মত চিকিৎসাসেবার অঙ্গীকার নিয়ে কুমিল্লার লাকসামে ‘মুদাফরগঞ্জ জেনারেল হাসপাতাল’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালে মুদাফরগঞ্জ দক্ষিণ বাজারে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এ হাসপাতালের উদ্বোধন করেন মনোহরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম।
কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কলিম উল্লাহর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মুদাফরগঞ্জ ইউপি চেয়ারম্যান শাহিদুল ইসলাম শাহীন, ঝলম দক্ষিণ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আশিকুর রহমান হিরন, আওয়ামী লীগ নেতা জাকির হোসেন উত্থান, বাংলাদেশ মানবাধিকার কমিশন লাকসাম পৌরসভা শাখার সভাপতি জাহিদ হাসান রিপন, মুদাফরগঞ্জ বাজার কমিটির সভাপতি আবুল হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম তুহিন প্রমুখ।
অনুষ্ঠানে মুদাফরগঞ্জ জেনারেল হাসপাতালের চেয়ারম্যান ডা. মোবারক হোসেন, ভাইস চেয়ারম্যান ডা. সালেহা আক্তার, ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম আলাউদ্দিন, পরিচালক শরীফ হোসেন, হুমায়ুন কবির, আনোয়ার হোসেন, জহির আহমেদ, সালেহ আহমেদ, হাফেজ নোমানসহ হাসপাতাল কর্তৃপক্ষের অন্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মফস্বল এলাকার জনসাধারণকে আধুনিক চিকিৎসাসেবার আওতায় আনতে মুদাফরগঞ্জ জেনারেল হাসপাতাল কার্যকরী ভূমিকা রাখবে বলে স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়