তথ্যমন্ত্রী : টিআইয়ের রিপোর্ট রাজনৈতিক উদ্দেশ্যে

আগের সংবাদ

নীরব মহামারি অসংক্রামক রোগ

পরের সংবাদ

হিলিতে ঊর্ধ্বমুখী দেশীয় পেঁয়াজের বাজার

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : দেশে ভারতীয় পেঁয়াজের চাহিদা কমায় হিলি স্থলবন্দর দিয়ে পণ্যটির আমদানি কমেছে। ফলে বেড়েছে দেশীয় পেঁয়াজের চাহিদা। এ কারণে দুই দিনের ব্যবধানে পণ্যটির দাম কেজিতে ২-৩ টাকা বেড়েছে। দাম আরো বাড়তে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
হিলি বাজার ঘুরে দেখা গেছে, দুই দিন আগেও দেশীয় পেঁয়াজ যেখানে ২২ টাকা কেজি বিক্রি হয়েছিল, এখন তা বেড়ে ২৪-২৫ টাকায় বিক্রি হচ্ছে। আর বাজারে ভারতীয় পেঁয়াজের সরবরাহ নেই বললেই চলে।
এগুলোর মধ্যে ছোট আকারের পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০-২২ টাকা কেজি। আর বড় আকারের ২৮-৩০ টাকা কেজি দরে। কয়েক দিন ধরেই একই দামে বিক্রি হচ্ছে ভারতীয় পেঁয়াজ।
হিলি স্থলবন্দরের পেঁয়াজ ব্যবসায়ীরা জানান, বাজারে দেশীয় পেঁয়াজ ওঠার পরই মোকামগুলোয় ভারতীয় পেঁয়াজের চাহিদা কমতে শুরু করে।
এ কারণে বন্দর দিয়ে পণ্যটির আমদানি কমিয়েছেন আমদানিকারকরা। তবে সীমিত পরিসরে বন্দর দিয়ে আমদানি অব্যাহত আছে।
এ ব্যাপারে হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত থাকলেও তা আগের তুলনায় কমেছে। আগে যেখানে বন্দর দিয়ে ১৫-২০ ট্রাক পেঁয়াজ আমদানি হতো, এখন সেখানে দুই-তিন ট্রাক করে আমদানি হচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়