তথ্যমন্ত্রী : টিআইয়ের রিপোর্ট রাজনৈতিক উদ্দেশ্যে

আগের সংবাদ

নীরব মহামারি অসংক্রামক রোগ

পরের সংবাদ

সৌদিতে বাংলাদেশি শ্রমিক হত্যা করল পাকিস্তানিরা

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : সৌদি আরবে এক বাংলাদেশি যুবককে কোভিডের টিকা দেয়ার কথা বলে গলা কেটে হত্যা করা হয়েছে বলে তার স্বজনরা জানিয়েছেন। নিহত বশির আহমদ (২৪) কুমিল্লার চান্দিনা পৌরসভার তুলাতলী গ্রামের মোহাম্মদ সিদ্দিকুর রহমানের ছেলে। সৌদি আরবের আল কাসিম শহরের বুরাইদা এলাকায় একটি প্রতিষ্ঠানে কাজ করতেন তিনি।
গত বুধবার রাতে বশিরের বড় ভাই সৌদি আরব প্রবাসী মোজাম্মেল হক সাংবাদিকদের জানান, সৌদি আরবের আল কাসিম শহরের বুরাইদা এলাকায় গত রোববার রাতে তার ভাইকে হত্যা করা হয়। পুলিশ দুদিন পর খবর পেয়ে মঙ্গলবার বশিরের লাশ উদ্ধার করে। ওইদিন সকালেই সৌদি পুলিশ এ ঘটনায় দুই পাকিস্তানি ও এক বাংলাদেশি যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারা গলা কেটে হত্যার বিষয়টি স্বীকার করে। এদিকে বশিরের মৃত্যুর খবর জানাজানি হওয়ার পর থেকে তার গ্রামের বাড়িতে শোকের মাতম চলছে। তার মা কমলা বিবি ছেলের শোকে বারবার মূর্ছা যাচ্ছেন। আত্মীয়স্বজন ও এলাকাবাসীরা বশিরের পরিবারকে সমবেদনা জানাচ্ছেন।
বশিরের মা বলেন, প্রায় পাঁচ বছর আগে কাজের জন্য সৌদি আরবে যায় চার ভাইয়ের মধ্যে সবার ছোট বশির। সেখানে কাসিম শহরের বুরাইদা এলাকায় একটি প্রতিষ্ঠানে কাজ করার সময় বাংলাদেশি ও পাকিস্তানি কয়েকজন শ্রমিক সহকর্মীর সঙ্গে তার বন্ধুত্ব হয়। প্রতিষ্ঠানটির একটি একটি ক্যাম্পে তাদের সঙ্গেই থাকত বশির। রোববার রাতে ওই বন্ধুরা আমার ছেলেকে শহরের কোনো এক নির্জন জায়গায় নিয়ে গলা কেটে হত্যা করে।
বশিরের বড় ভাই মোজাম্মেল বলেন, বশির যে ক্যাম্পে থাকত রোববার রাতে পাকিস্তানি কয়েকজন শ্রমিক তাকে কোভিড টিকা দেয়ার কথা বলে রুম থেকে ডেকে নিয়ে যায়। এরপর রাতেই সবাই রুমে ফিরে গেলেও আমার ভাই ফেরেনি। পরে রুমে থাকা অন্যরা আমার ভাই কোথায় জানতে চাইলে তাদের কেউ বলে হাসপাতালে আছে, আবার কেউ বলে বন্ধুর কাছে গেছে। তাদের কথায় গরমিল পেয়ে পরদিন বিকালে বশিরের রুমে থাকা অন্যরা ঘটনাটি পুলিশকে জানায়। তিনি বলেন, আমার ভাই কয়েক মাস বাড়িতে টাকা পাঠায়নি। তার কাছে অনেক টাকা ছিল। ওই টাকার লোভে আমার ভাইকে গলা কেটে হত্যা করেছে বলে ধারণা করছি। এ বিষয়ে চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুন নাহার বলেন, ঘটনাটি দুঃখজনক। বশিরের পরিবার তাদের সঙ্গে যোগাযোগ করলে আর্থিক সহযোগিতা করা হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়