তথ্যমন্ত্রী : টিআইয়ের রিপোর্ট রাজনৈতিক উদ্দেশ্যে

আগের সংবাদ

নীরব মহামারি অসংক্রামক রোগ

পরের সংবাদ

লাইটার

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

প্রিয়তোষ, তোমার প্রিয় লাইটারটা
আমার কাছে রয়ে গেছে
দীর্ঘ এক যুগ ধরে!
সেই যে এক মুষল ধারে বৃষ্টির রাতে
একটি চুমুর জন্য প্রত্যাখ্যাত হয়েছিলে
নিতে পারলে না তুমি
প্রত্যাখ্যান, তুমুল বৃষ্টি মাথায়
নিয়ে বেরিয়ে পড়েছিলে
চরম অপমানে অথবা অভিমানে।
তারপর দিন, মাস, বছর
যেয়ে পার হয়ে গেল
অজস্র ঝুম বৃষ্টির রাত,
অপেক্ষার রাত,
প্রতীক্ষার রাত,
না ফেরনি কখনো সশরীরে!
হয়তো মনে মনে ফিরেছো
অনেকবার আমাকে বুঝতে দাওনি,
আমিও ভুলেছি সেসব দিন উৎকণ্ঠার!
বলব না কখনো মনে পড়ে না আর,
মনে পড়ে মাঝে মাঝে, চকিতে
ড্রয়ার খুলে যখন দেখি লাইটারটা
পড়ে আছে তোমার সহস্র ছোঁয়া নিয়ে
নিঃশব্দে একান্তে মর্মমূলে গভীরে!

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়