তথ্যমন্ত্রী : টিআইয়ের রিপোর্ট রাজনৈতিক উদ্দেশ্যে

আগের সংবাদ

নীরব মহামারি অসংক্রামক রোগ

পরের সংবাদ

প্রান্তিক প্রতিবেদনের আগে ধীরগতি পুঁজিবাজারে

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ২৮, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : পুঁজিবাজারে চলছে বিভিন্ন কোম্পানির দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশের মৌসুম। গত বছরের জুনে যেসব কোম্পানির অর্থবছর শেষ হয়েছে সেসব কোম্পানি তাদের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করছে আর ডিসেম্বর ক্লোজিংয়ের কোম্পানিগুলো চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের মাধ্যমে লভ্যাংশ ঘোষণার সিদ্ধান্ত জানাবে। তালিকাভুক্ত কোম্পানিগুলোর আর্থিক চিত্র উঠে আসে এসব প্রান্তিকে। যেখানে বিনিয়োগকারীরা কোনো কোম্পানিতে নতুন বিনিয়োগ করবে কি করবে না সে বিষয়ে সিদ্ধান্ত নেবে। এ সময়টিতে পুঁজিবাজারে ভালো কোম্পানিতে বিনিয়োগের চিত্র যেমন উঠে আসে তেমনি বিনিয়োগের মন্দাতে থাকে ব্যবসায় ভালো করতে না পারা কোম্পানিগুলো।
ফলে সচরাচর বছরের এই সময়টিতে সূচকের উত্থান-পতনই থাকে বেশি। গত ২০২০ সালের জানুয়ারিতেও একইভাবে উত্থানে-পতনে ছিল পুঁজিবাজার। গত বছরের ২৭ জানুয়ারি পর্যন্ত ১৯ কর্মদিবসের লেনদেনে মাত্র ১০ দিন সূচক বেড়েছিল। সে সময় সূচক ছিল সাড়ে ৪ হাজার পয়েন্টে। আর লেনদেন ছিল সর্বোচ্চ ৫শ কোটি টাকা। চলতি নতুন বছরের একই সময়ে ১৪ কর্মদিবস সূচক বেড়েছে। লেনদেন উঠেছে ১ হাজার ৯৭৬ কোটি টাকার। চলতি সপ্তাহের ৫ কর্মদিবসের শেষ কর্মদিবস গতকাল বৃহস্পতিবার ডিএসইর প্রধান সূচক ডিএইএক্স কমেছে ৪ দশমিক ৮৯ পয়েন্ট। সূচক দাঁড়িয়েছে ৭ হাজার ২৭ পয়েন্টে। ফলে এই সপ্তাহের চার দিনই কমেছে প্রধান এই সূচক।
সপ্তাহের শুরুর দিন রবিবার সূচক কমেছিল ৩২ দশমিক ৬৯ পয়েন্ট। সোমবার সূচক কমেছে ৫৩ দশমিক ৭৫ পয়েন্ট। মঙ্গলবার সূচক বেড়েছে ১৩ দশমিক ৩২ পয়েন্ট। বুধবার কমেছে দশমিক ১৩ পয়েন্ট। শেয়ার কেনার চেয়ে বিক্রিতে চাপ বেশি থাকলেও লেনদেন আগের দিনের তুলনায় বেড়েছে ১০৩ কোটি টাকা। এদিন লেনদেন হয়েছে ১ হাজার ২১৯ কোটি টাকা। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ১৫৭ কোটি টাকা।
এদিন লেনদেন শেয়ার দর বৃদ্ধি পাওয়া কোম্পানির চেয়ে শেয়ার দর পতন হওয়ার কোম্পানির সংখ্যা ছিল বেশি। লেনদেনে ১৪২টি কোম্পানির শেয়ার দর বেড়েছে। কমেছে ১৮৪টি কোম্পানির। দর আগের দিনের মতোই আছে ৫৫টি কোম্পানির। বৃহস্পতিবার লেনদেনে সবচেয়ে বেশি দর বেড়েছে জীবন বিমা খাতের ৭৭ শতাংশ। এছাড়া সাধারণ বিমা খাতের ২৮ শতাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে। আগের দিন নন ব্যাংক আর্থিক খাতের বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বাড়লেও বৃহস্পতিবার সে ধারা থেকে বেরিয়ে গেছে। লেনদেনে এ খাতের ৩২ শতাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে।
গতকাল বৃহস্পতিবার লেনদেনে গ্রামীণফোনের শেয়ার দর ১.১৩ শতাংশ পতনে সূচক কমছে সবচেয়ে বেশি ৮.৪৪ পয়েন্ট। এছাড়া বিকনফার্মার ৪.৪৬ শতাংশ শেয়ার দর কমায় সূচক কমেছে ৪.১৫ পয়েন্ট। ব্রিটিশ আমেরিকান ট্যোবাকোর শেয়ার দর ২.৪৫ পয়েন্ট কমেছে, কোম্পানির শেয়ার দর দশমিক ৪৪ শতাংশ কমায়। বাজার পেইন্টের শেয়ার দরের কারণে সূচক ১.৪৬ পয়েন্ট কমেছে। পাওয়ার গ্রিডের শেয়ার দর ১.৬৮ শতাংশ কমায় সূচক কমেছে ১.৩৪ পয়েন্ট। এছাড়া ইসলামী ব্যাংকের শেয়ারের দর পতনে ১.০১ পয়েন্ট, স্কয়ার টেক্সটাইলের দর পতনে দশমিক ৯৯ পয়েন্ট, ইউনাইটেড পাওয়ার জেনারেশন কোম্পানির দশমিক ৯১ পয়েন্ট, হাইডেনবার্গ সিমেন্টের দর পতনে দশমিক ৮৫ পয়েন্ট ও বিএসআরএম স্টিলের ১.৭৮ শতাংশ দর পতনে দশমিক ৮২ পয়েন্ট সূচক কমেছে। এছাড়া এদিন যেসব কোম্পানির শেয়ারের দর বৃদ্ধি সূচক উত্থানে ভূমিকা রাখতে চেয়েছিল সেগুলোর মধ্যে আছে আইসিবি, ন্যাশনাল লাইফ, বাংলাদেশ শিপিং করপোরেশন, ইউনিলিভার কনজ্যুমার, বেক্সিমকোফার্মা, আরএকে সিরামিক, তিতাস গ্যাস, বেক্সিমকো লিমিটেড, ইস্টার্ন ব্যাংক ও ফারইস্ট লাইফ।

প্রকৌশল খাতের বাংলাদেশ বিল্ডিং সিস্টেমের শেয়ার দর বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ ১০ শতাংশ বেড়েছে। দর বৃদ্ধিতে ২০ টাকার শেয়ার পৌঁছেছে ২২ টাকায়। এছাড়া সদ্য লেনদেনে আসা ইউনিয়ন ব্যাংকের শেয়ার দরও ১০ শতাংশ বেড়েছে। ১১ টাকার শেয়ার দিন শেষে হয়েছে ১২ টাকা ১০ পয়সা। এদিন ১৩ লাখ টাকার ১ লাখ ৮৫ হাজার ৫৩৭টি শেয়ার হাতবদল হয়েছে। বাংলাদেশ শিপিং করপোরেশনের শেয়ার দর বেড়েছে ৯.৯৬ শতাংশ। ৯ শতাংশের বেশি শেয়ার দর বেড়েছে আরো চারটি কোম্পানির। এর মধ্যে ইউনিয়ন ইন্স্যুরেন্সের ৯.৮৭ শতাংশ, বিডি থাই ফুডের ৯.৭৭ শতাংশ, কুইন সাউথ টেক্সটাইলের ৯.৭৬ শতাংশ শেয়ার দর বেড়েছে। এছাড়া প্রকৌশল খাতের বেঙ্গল উইসডমের শেয়ার দর বেড়েছে ৯.৭৩ শতাংশ। আট শতাংশের বেশি শেয়ার দর বেড়েছে একটি কোম্পানির, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর বেড়েছে ৮.২৫ শতাংশ। সাত শতাংশের বেশি শেয়ার দর বেড়েছে তিনটি কোম্পানির। এর মধ্যে বিডি ল্যাম্পের ৭.৮১ শতাংশ, ভিএফএস থ্রেড ডাইংয়ের ৭.৭৬ শতাংশ শেয়ার দর বেড়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়